ঢাকা, বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

‘ভোক্তার জব্বার মন্ডলকে গণপিটুনি’র ভাইরাল ভিডিও নিয়ে যা জানা গেল

২০২৫ মে ২১ ১২:৪৪:৫৯
‘ভোক্তার জব্বার মন্ডলকে গণপিটুনি’র ভাইরাল ভিডিও নিয়ে যা জানা গেল

ডুয়া ডেস্ক: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা অঞ্চলের পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডলকে ঘিরে এক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় কিছু লোক এক ব্যক্তিকে মারধর করছে। ভিডিওটি নিয়ে অনেকে দাবি করেন এতে হামলার শিকার ব্যক্তি হচ্ছেন জব্বার মন্ডল। কেউ কেউ লিখেছেন, “ভোক্তার জব্বার মন্ডলকে গণপিটুনি।”

তবে অধিদপ্তরের ভেরিফায়েড ফেসবুক পেজ কনসাস কনজুমার্স সোসাইটি (সিসিএস) থেকে জানানো হয়েছে, এটি একটি গুজব এবং ভিডিওটি ভুয়া। পোস্টে বলা হয়, “সবার দৃষ্টি আকর্ষণ—ভোক্তার জব্বার মন্ডলকে হেনস্তার ভিডিওটি ভুয়া। দয়া করে বিভ্রান্তি ছড়াবেন না, গুজব ছড়ানো থেকে বিরত থাকুন।”

আব্দুল জব্বার মন্ডল নিজেও একটি ফেসবুক পোস্টে ভিডিওটি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি লিখেছেন, “সাম্প্রতিক সময়ে একটি ভুয়া ভিডিও সামাজিক মাধ্যমে ছড়ানো হয়েছে যেখানে আমার নাম ব্যবহার করা হয়েছে। এটি সম্পূর্ণ মিথ্যা ও অনভিপ্রেত। ভিডিওটির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। সবাইকে অনুরোধ করব আমার জন্য দোয়া করবেন।”

উল্লেখ্য, আব্দুল জব্বার মন্ডল বাজারে ভেজাল ও অতিরিক্ত দামের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কার্যকর অভিযান চালিয়ে আসছেন। তার নেতৃত্বে অনেক অসাধু ব্যবসায়ী শাস্তির মুখোমুখি হয়েছেন এবং বাজারে ন্যায্য মূল্য প্রতিষ্ঠিত হয়েছে। শান্ত ও ধৈর্যশীল আচরণের মাধ্যমে তিনি যেমন ব্যবসায়ীদের সঠিক দামে পণ্য বিক্রি করতে উদ্বুদ্ধ করছেন তেমনি সাধারণ ক্রেতারাও উপকৃত হচ্ছেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে