ঢাকা, মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটি প্রেসিডেনশিয়াল স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ

২০২৫ মে ২০ ১৪:১৯:৪৪
যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটি প্রেসিডেনশিয়াল স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ

ডুয়া ডেস্ক: যুক্তরাষ্ট্রের বিখ্যাত বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বোস্টন ইউনিভার্সিটি ২০২৫ সালের প্রেসিডেনশিয়াল স্কলারশিপ কর্মসূচির আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন গ্রহণ শুরু করেছে। এই বৃত্তির মাধ্যমে শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে চার বছর মেয়াদি স্নাতক (আন্ডারগ্র্যাজুয়েট) ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।

বিশ্ববিদ্যালয়টি জানায়, নির্বাচিত শিক্ষার্থীদের প্রতি বছর ২৫ হাজার মার্কিন ডলার করে মোট চার বছরের জন্য অর্থ সহায়তা দেওয়া হবে। এটি বোস্টন ইউনিভার্সিটির অন্যতম মর্যাদাপূর্ণ বৃত্তি যা শিক্ষার্থীর একাডেমিক সাফল্য, নেতৃত্বের গুণাবলি ও সার্বিক দক্ষতার ওপর ভিত্তি করে প্রদান করা হয়।

অধ্যয়নের ক্ষেত্র

এই স্কলারশিপের আওতায় বিভিন্ন বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে— স্বাস্থ্যবিজ্ঞান, যোগাযোগ, শিল্প ও বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং, চারুকলা, ব্যবসা শিক্ষা, গ্লোবাল স্টাডিজ, শিক্ষা ও মানব উন্নয়ন ইত্যাদি।

আবেদনের যোগ্যতা

আবেদনকারীদের আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে। পাশাপাশি SAT পরীক্ষায় ১৫০০+ স্কোর অথবা ACT পরীক্ষায় ৩৩+ স্কোর থাকতে হবে। ভালো একাডেমিক রেজাল্ট থাকা অবশ্যক।

প্রয়োজনীয় কাগজপত্র

বৈধ পাসপোর্টের কপি

মাধ্যমিক বিদ্যালয়ের সার্টিফিকেট

ইংরেজি দক্ষতার প্রমাণ (TOEFL/IELTS)

কাউন্সেলরের সুপারিশপত্র

একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও রেকর্ড

আবেদন পদ্ধতি

আগ্রহী শিক্ষার্থীরা বোস্টন ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

শেষ সময়

আবেদনের শেষ তারিখ ১ ডিসেম্বর ২০২৫।

উল্লেখ্য, এই স্কলারশিপ বিশ্বজুড়ে মেধাবী শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার একটি চমৎকার সুযোগ হিসেবে বিবেচিত হয়ে থাকে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

স্কলারশিপ এর সর্বশেষ খবর

স্কলারশিপ - এর সব খবর



রে