ঢাকা, শনিবার, ২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২
সোশ্যাল ইসলামী ব্যাংক ও বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের মধ্যে স্বাস্থ্যসেবা চুক্তি

ডুয়া নিউজ: সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি (এসআইবিপিএলসি) এবং বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল পিএলসি (বিএসএইচপিএলসি)-এর মধ্যে স্বাস্থ্যসেবা সংক্রান্ত একটি সমঝোতা চুক্তি (MoU) স্বাক্ষরিত হয়েছে। চুক্তির আওতায় ব্যাংকের গ্রাহক, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা হাসপাতালের বিভিন্ন সেবায় বিশেষ ছাড় ও অগ্রাধিকারমূলক সেবা পাবেন।
সম্প্রতি ঢাকায় সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) মো. নাজমুস সায়াদাত। চুক্তিপত্রে সোশ্যাল ইসলামী ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন কার্ড ডিভিশনের প্রধান মোহাম্মদ ওয়াহিদুজ্জামান এবং বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের পক্ষে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক ডা. আহমেদ জাহিদ হোসাইন।
চুক্তির আওতায় ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ডধারীরা বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের নির্দিষ্ট স্বাস্থ্যসেবা গ্রহণে ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। এ ছাড়া ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীরা এবং তাদের পরিবারের সদস্যরা উন্নত চিকিৎসা সেবা, স্বাস্থ্য পরীক্ষা ও অন্যান্য স্বাস্থ্যসেবা গ্রহণে অগ্রাধিকার সুবিধা উপভোগ করতে পারবেন।
এ ধরনের অংশীদারিত্বের মাধ্যমে ব্যাংক তার গ্রাহকদের জন্য আর্থিক সেবার পাশাপাশি জীবনধর্মী সুবিধা প্রদানেও অগ্রণী ভূমিকা রাখছে বলে জানান মো. নাজমুস সায়াদাত। তিনি বলেন, “সোশ্যাল ইসলামী ব্যাংক সবসময় গ্রাহককেন্দ্রিক সেবা সম্প্রসারণে প্রতিশ্রুতিবদ্ধ। এই চুক্তি আমাদের সেই অঙ্গীকারেরই একটি বাস্তব প্রতিফলন।”
বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের এমডি ডা. আহমেদ জাহিদ হোসাইন বলেন, মানুষের জীবন রক্ষায় স্বাস্থ্যসেবা সহজলভ্য করে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই চুক্তির মাধ্যমে আরও বেশি মানুষ আধুনিক চিকিৎসাসেবা গ্রহণে উৎসাহিত হবেন।
অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা উভয় প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতা আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়ায় আশুগঞ্জ পাওয়ার স্টেশন
- ১১'শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন
- এক বহুজাতিকের ধাক্কায়ই কেঁপে উঠল শেয়ারবাজার
- চলতি সপ্তাহে আসছে ৬৫ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস
- ভারতে ঢাবির দুই ছাত্রীর ছবি নিয়ে তোলপাড়, ক্ষোভ
- সাত কোম্পানিতে বিনিয়োগ বেড়েছে উদ্যোক্তা পরিচালকদের
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- ঢাবির হলে ধূমপায়ীদের সিট না দেওয়ার ঘোষণা; প্রশংসায় ভাসছেন প্রভোস্ট
- ইপিএস প্রকাশ করার তারিখ জানাল ১৫ প্রতিষ্ঠান
- স্টক ডিভিডেন্ড পেল ৩ কোম্পানির বিনিয়োগকারীরা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স
- ডিএনসিসির শিক্ষাবৃত্তি পাবে ২ হাজার শিক্ষার্থী
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- ৫২ সপ্তাহে সর্বোচ্চ উচ্চতায় শেয়ারবাজারের ৯ কোম্পানি