ঢাকা, রবিবার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
সোশ্যাল ইসলামী ব্যাংক ও বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের মধ্যে স্বাস্থ্যসেবা চুক্তি

ডুয়া নিউজ: সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি (এসআইবিপিএলসি) এবং বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল পিএলসি (বিএসএইচপিএলসি)-এর মধ্যে স্বাস্থ্যসেবা সংক্রান্ত একটি সমঝোতা চুক্তি (MoU) স্বাক্ষরিত হয়েছে। চুক্তির আওতায় ব্যাংকের গ্রাহক, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা হাসপাতালের বিভিন্ন সেবায় বিশেষ ছাড় ও অগ্রাধিকারমূলক সেবা পাবেন।
সম্প্রতি ঢাকায় সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) মো. নাজমুস সায়াদাত। চুক্তিপত্রে সোশ্যাল ইসলামী ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন কার্ড ডিভিশনের প্রধান মোহাম্মদ ওয়াহিদুজ্জামান এবং বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের পক্ষে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক ডা. আহমেদ জাহিদ হোসাইন।
চুক্তির আওতায় ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ডধারীরা বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের নির্দিষ্ট স্বাস্থ্যসেবা গ্রহণে ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। এ ছাড়া ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীরা এবং তাদের পরিবারের সদস্যরা উন্নত চিকিৎসা সেবা, স্বাস্থ্য পরীক্ষা ও অন্যান্য স্বাস্থ্যসেবা গ্রহণে অগ্রাধিকার সুবিধা উপভোগ করতে পারবেন।
এ ধরনের অংশীদারিত্বের মাধ্যমে ব্যাংক তার গ্রাহকদের জন্য আর্থিক সেবার পাশাপাশি জীবনধর্মী সুবিধা প্রদানেও অগ্রণী ভূমিকা রাখছে বলে জানান মো. নাজমুস সায়াদাত। তিনি বলেন, “সোশ্যাল ইসলামী ব্যাংক সবসময় গ্রাহককেন্দ্রিক সেবা সম্প্রসারণে প্রতিশ্রুতিবদ্ধ। এই চুক্তি আমাদের সেই অঙ্গীকারেরই একটি বাস্তব প্রতিফলন।”
বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের এমডি ডা. আহমেদ জাহিদ হোসাইন বলেন, মানুষের জীবন রক্ষায় স্বাস্থ্যসেবা সহজলভ্য করে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই চুক্তির মাধ্যমে আরও বেশি মানুষ আধুনিক চিকিৎসাসেবা গ্রহণে উৎসাহিত হবেন।
অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা উভয় প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতা আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিও হিসাবে ৫ লাখ টাকা নগদ জমা ও উত্তোলনের কথা ভাবছে বিএসইসি
- সরকারি কোম্পানি শেয়ারবাজারে আনার উদ্যোগ, তালিকায় ২১ প্রতিষ্ঠান
- ডিএসইর ব্রোকারেজ হাউজের নিবন্ধন বাতিল করল বিএসইসি
- বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগ নিয়ে মুখ খুললেন অর্থ উপদেষ্টা
- ‘এলাম পরামর্শ নিতে, পেলাম পদত্যাগের বার্তা’- বিএসইসি চেয়ারম্যানের ক্ষোভ
- মিউচ্যুয়াল ফান্ড ও পাবলিক রুলস ইস্যুতে টাস্কফোর্সের চূড়ান্ত সুপারিশ
- দশ হাজার কোটি ঋণের বোঝায় আইসিবি, প্রস্তাব বিশেষ তহবিলের
- দুর্বল ৬ শেয়ারে বিনিয়োগকারীদের হতাশা আরও বেড়েছে
- ‘সেন্ট্রাল ইউনিভার্সিটি’ প্রস্তাব প্রত্যাখ্যান
- শেয়ারবাজারের ৯ ব্যাংক এমডিবিহীন, নেতৃত্ব সংকট তীব্র
- ঢাকা অচলের ঘোষণা
- তিন কোম্পানির বোনাস ডিভিডেন্ডে বিএসইসির সম্মতি
- লোকসান থেকে মুনাফায় বস্ত্র খাতের চার কোম্পানি
- নানামুখী চেষ্টার পরও ভেঙে পড়ছে দেশের শেয়ারবাজার
- শেয়ারবাজারে ৬১৭টি বিও হিসাব স্থগিত