ঢাকা, মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২
দেশ গড়তে তারেক রহমানের বার্তা
ডুয়া ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মতপার্থক্য থাকলেও সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের উন্নয়নে কাজ করতে হবে।
রোববার (১৮ মে) লন্ডনে আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, "গণতন্ত্রে মতপার্থক্য থাকাটা স্বাভাবিক। কিন্তু সেই পার্থক্য সত্ত্বেও সবাইকে একসঙ্গে কাজ করে দেশকে এগিয়ে নিতে হবে। দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করতে হবে।"
খেলাধুলার প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, "যারা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে, তাদের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। দেশের প্রতিটি বিভাগে একটি করে ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান বা বিকেএসপি গড়ে তোলা হবে। প্রয়োজনে পাঠ্যক্রমে পরিবর্তন এনে দক্ষ খেলোয়াড় তৈরির ব্যবস্থা করা হবে।"
তিনি আরও জানান, বর্তমানে দেশের চারটি বিভাগে বিকেএসপি রয়েছে। ভবিষ্যতে সরকার গঠন করতে পারলে প্রথম পর্যায়ে সব বিভাগে একটি করে বিকেএসপি প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে।
ঢাকায় খেলার মাঠের অভাব দূর করতে ওয়ার্ডভিত্তিক মাঠ তৈরির পরিকল্পনার কথা জানিয়ে তারেক রহমান বলেন, "দুটি ওয়ার্ডের মাঝখানে তিন-চার বিঘা জমি খুঁজে বের করে সেখানে খেলার মাঠ তৈরি করা যেতে পারে। এতে শিশুরা খেলবে, প্রবীণরা হাঁটবেন—একটি প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হবে, যেখানে মানুষ মুক্তভাবে শ্বাস নিতে পারবে।"
তিনি আরও বলেন, "আমরা স্কুলের পাঠ্যক্রম ঢেলে সাজাতে চাই, যেখানে খেলাধুলা এবং দ্বিতীয় ও তৃতীয় ভাষা শেখাকে গুরুত্ব দেওয়া হবে। সেক্ষেত্রে পরীক্ষায় আলাদা নম্বর রাখা হবে অর্থাৎ খেলাধুলা বাধ্যতামূলক করা হবে।"
ছোট ভাই আরাফাত রহমান কোকোকে স্মরণ করে তারেক রহমান বলেন, "একজন বড় ভাই হিসেবে যেসব গুণে ছোট ভাইয়ের প্রতি গর্ববোধ করা যায়, কোকোর মধ্যে তার সবকিছুই ছিল।"
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, "আমরা ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচন চাই। এই অধিকার আদায়ে অনেক নেতাকর্মী প্রাণ দিয়েছেন, গুম হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন। এটা জনগণের রাজনৈতিক অধিকার এবং এই অধিকার ফিরিয়ে আনতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্সের ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- শেয়ারবাজার স্থিতিশীলতায় বড় পদক্ষেপ নিল বিএসইসি
- রাজশাহী বনাম চট্টগ্রাম: ৯০ রানে নেই ৭ উইকেট-দেখুন সরাসরি (LIVE)
- বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি অ্যালামনাইয়ের শ্রদ্ধা
- শেয়ারবাজার আধুনিকীকরণে বিএসইসির গুরুত্বপূর্ণ পদক্ষেপ
- ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স: জমজমাট খেলাটি চলছে-দেখুন সরাসরি
- মিরাকল ইন্ডাস্ট্রিজের লোকসানের পাল্লা আরও ভারী হলো
- রাজশাহী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- প্রত্যাশার বাজারে সূচকের উত্থান অব্যাহত
- স্বাভাবিক ঊর্ধ্বগতিতে লেনদেন, ডিএসইতে সূচকের শক্ত অবস্থান
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিলেন কোম্পানির পরিচালক
- ২৫ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা উদ্যোক্তা পরিচালকের
- সূচক কমলেও স্বস্তিতে বাজার, লেনদেন বেড়েছে
- অনিশ্চয়তা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছেশেয়ারবাজার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ জানুয়ারি)