ঢাকা, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২
দেশ গড়তে তারেক রহমানের বার্তা
ডুয়া ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মতপার্থক্য থাকলেও সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের উন্নয়নে কাজ করতে হবে।
রোববার (১৮ মে) লন্ডনে আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, "গণতন্ত্রে মতপার্থক্য থাকাটা স্বাভাবিক। কিন্তু সেই পার্থক্য সত্ত্বেও সবাইকে একসঙ্গে কাজ করে দেশকে এগিয়ে নিতে হবে। দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করতে হবে।"
খেলাধুলার প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, "যারা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে, তাদের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। দেশের প্রতিটি বিভাগে একটি করে ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান বা বিকেএসপি গড়ে তোলা হবে। প্রয়োজনে পাঠ্যক্রমে পরিবর্তন এনে দক্ষ খেলোয়াড় তৈরির ব্যবস্থা করা হবে।"
তিনি আরও জানান, বর্তমানে দেশের চারটি বিভাগে বিকেএসপি রয়েছে। ভবিষ্যতে সরকার গঠন করতে পারলে প্রথম পর্যায়ে সব বিভাগে একটি করে বিকেএসপি প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে।
ঢাকায় খেলার মাঠের অভাব দূর করতে ওয়ার্ডভিত্তিক মাঠ তৈরির পরিকল্পনার কথা জানিয়ে তারেক রহমান বলেন, "দুটি ওয়ার্ডের মাঝখানে তিন-চার বিঘা জমি খুঁজে বের করে সেখানে খেলার মাঠ তৈরি করা যেতে পারে। এতে শিশুরা খেলবে, প্রবীণরা হাঁটবেন—একটি প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হবে, যেখানে মানুষ মুক্তভাবে শ্বাস নিতে পারবে।"
তিনি আরও বলেন, "আমরা স্কুলের পাঠ্যক্রম ঢেলে সাজাতে চাই, যেখানে খেলাধুলা এবং দ্বিতীয় ও তৃতীয় ভাষা শেখাকে গুরুত্ব দেওয়া হবে। সেক্ষেত্রে পরীক্ষায় আলাদা নম্বর রাখা হবে অর্থাৎ খেলাধুলা বাধ্যতামূলক করা হবে।"
ছোট ভাই আরাফাত রহমান কোকোকে স্মরণ করে তারেক রহমান বলেন, "একজন বড় ভাই হিসেবে যেসব গুণে ছোট ভাইয়ের প্রতি গর্ববোধ করা যায়, কোকোর মধ্যে তার সবকিছুই ছিল।"
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, "আমরা ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচন চাই। এই অধিকার আদায়ে অনেক নেতাকর্মী প্রাণ দিয়েছেন, গুম হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন। এটা জনগণের রাজনৈতিক অধিকার এবং এই অধিকার ফিরিয়ে আনতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- বিএনপি মনোনীত প্রার্থীদের ৬ কোম্পানির শেয়ারে ঝলক
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- শিক্ষাবৃত্তি: প্রতি মাসে পাবে ৩ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর
- পাঁচ ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- সাপোর্টের রেকর্ড মুনাফা, ১৫ বছরে সর্বোচ্চ ডিভিডেন্ড
- চলতি সপ্তাহে আসছে ৯ কোম্পানির ডিভিডেন্ড
- ব্রাজিল বনাম হন্ডুরাস: ৭ গোলে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল
- চলতি সপ্তাহে আসছে ৪৪ কোম্পানির ইপিএস