ঢাকা, বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২
নীতিগত দ্বন্দ্বে বিনিয়োগকারীদের মাঝে ফের হতাশা

ডুয়া নিউজ : দেশের শেয়ারবাজারে একদিনের স্বল্পস্থায়ী চাঙ্গাভাবের পরই সূচকের ফের পতন দেখা দিয়েছে। বিনিয়োগকারীদের মধ্যে বিদ্যমান আস্থাহীনতা এবং নিয়ন্ত্রক সংস্থার বিভ্রান্তিকর বার্তা এ পতনের পেছনে প্রধান কারণ বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা।
গত কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছিল ৩৯ পয়েন্টের বেশি, যা বাজারে আশাবাদের সৃষ্টি করেছিল। রোববার লেনদেনের শুরুতেও সূচক ছিল ঊর্ধ্বমুখী—প্রথম এক ঘণ্টায় ডিএসইএক্স প্রায় ২০ পয়েন্ট বেড়ে যায়। তবে লেনদেনের মধ্যভাগ থেকে সূচক নিম্নমুখী হতে থাকে এবং শেষ পর্যন্ত ২৯.৩৮ পয়েন্ট কমে ৪ হাজার ৭৯১ পয়েন্টে গিয়ে থামে।
বিনিয়োগকারীদের ভাষ্যমতে, আগের দিনের বাজার চাঙ্গা হওয়ার পেছনে প্রধানমন্ত্রীর সহকারী উপদেষ্টা ড. আনিসুজ্জামান চৌধুরীর ঢাকা স্টক এক্সচেঞ্জ পরিদর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। বাজারে ধারণা জন্মেছিল যে, সরকার উচ্চপর্যায় থেকে বাজার মনিটর করছে এবং ইতিবাচক পদক্ষেপ আসতে পারে—যা অনেককে আবার বিনিয়োগে উৎসাহিত করে।
তবে বিকেলের দিকেই বাজারে সেই আশাবাদ ম্লান হয়ে যায়। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সঙ্গে অংশীজনদের বৈঠক নিয়ে গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদন বাজারে নেতিবাচক প্রভাব ফেলে। ওই প্রতিবেদনে দাবি করা হয়, চেয়ারম্যান অংশীজনদের মতামত যথাযথভাবে গ্রহণ না করে অপেশাদার আচরণ করেছেন এবং কিছু নেতৃস্থানীয় ব্যক্তিকে উদ্দেশ্য করে বিরূপ মন্তব্য করেছেন।
বাজার পর্যালোচনায় দেখা যায়, রবিবার (১৮ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৯.৩৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৯১ পয়েন্টে।ডিএসইএস সূচক কমেছে ৬.৬২ পয়েন্ট এবং অবস্থান করছে ১ হাজার ৪৬ পয়েন্টে, আর ডিএসই-৩০ সূচক কমেছে ৮.০১ পয়েন্ট, দাঁড়িয়েছে ১ হাজার ৭৮০ পয়েন্টে।
ডিএসইতে এদিন মোট ৩৯৯টি কোম্পানি লেনদেনে অংশ নেয়। এর মধ্যে দর বেড়েছে ১০২টির, কমেছে ২৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টি কোম্পানির শেয়ার।
লেনদেনের পরিমাণ ছিল ২৯২ কোটি ৬০ লাখ টাকা, যা আগের দিনের ২৬২ কোটি ৮৬ লাখ টাকার তুলনায় প্রায় ৩০ কোটি টাকা বেশি।
এদিকে, রোববার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ১০ কোটি ১ লাখ টাকার, যা আগের দিনের ৯ কোটি ১৯ লাখ টাকা থেকে বেড়েছে।
দিনটিতে সিএসইতে ২৩৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৮৮টির, কমেছে ১১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টি।
সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭৮.০৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৪০৩ পয়েন্টে। আগের দিন এই সূচক ৪.৩৯ পয়েন্ট বেড়েছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারতে ঢাবির দুই ছাত্রীর ছবি নিয়ে তোলপাড়, ক্ষোভ
- শেয়ারবাজারে আসছে রাষ্ট্র ও বহুজাতিক ১৫ কোম্পানি
- ১১'শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন
- স্কয়ার ফার্মার বাজার মূলধনে নতুন মাইলফলক
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৭ প্রতিষ্ঠান
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- নতুন সিনেট সদস্য হলেন ঢাবির ৫ অধ্যাপক
- ‘এ’ ক্যাটাগরিতে ফিরেছে আর্থিক খাতের কোম্পানি
- বিকালে আসছে ১০ কোম্পানির ইপিএস
- ক্যাশ ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- সর্বোচ্চ উচ্চতায় ১৭ কোম্পানির শেয়ার
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১২ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস
- গেস্ট হাউজ থেকে সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহ উদ্ধার
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৯ কোম্পানি
- ‘মুজিব’স ব্লান্ডার্স’: নেপথ্যের ষড়যন্ত্র উন্মোচন