ঢাকা, শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

ভারত-পাকিস্তান নিয়ে যুক্তরাষ্ট্র-বৃটেনের নতুন পরিকল্পনা

২০২৫ মে ১৭ ১৯:৪৯:২২
ভারত-পাকিস্তান নিয়ে যুক্তরাষ্ট্র-বৃটেনের নতুন পরিকল্পনা

ডুয়া ডেস্ক: ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি মোকাবিলায় এগিয়ে এসেছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। পারমাণবিক ক্ষমতা সম্পন্ন এই দুই দেশের মধ্যে স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠা ও আস্থা পুনর্গঠনের লক্ষ্যে সংলাপ চালানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য। শনিবার (১৭ মে) ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এই তথ্য জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পাকিস্তান বলছে, ‘যুক্তরাষ্ট্রের পাশাপাশি ব্রিটেন এবং অন্যান্য দেশ ভারতের সঙ্গে উত্তেজনা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। একটি শক্তিশালী কূটনৈতিক তৎপরতায় গত ১০ মে ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়। তবে বিশ্লেষক এবং কূটনৈতিকরা বলেছেন, যে কোনো সময় এই যুদ্ধবিরতি ভেঙে যেতে পারে।’

দুই দিনের সফর শেষে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি রয়টার্সকে বলেছেন, “দুই দেশের মধ্যে স্থায়ী যুদ্ধবিরতিতে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করছি। এছাড়া ভারত ও পাকিস্তানের মধ্যে আস্থা তৈরিতে সংলাপ আয়োজনের চেষ্টা চলছে।”

জম্মু-কাশ্মীরের পেহেলগামে বন্দুক হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার ঘটনার পর ভারত ও পাকিস্তানের মধ্যে ক্ষেপণাস্ত্র হামলা সংঘটিত হয়। এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে ভারত, যদিও ইসলামাবাদ তা অস্বীকার করেছে।

তাৎক্ষণিক যুদ্ধবিরতির পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “ভারত ও পাকিস্তানের মধ্যে আলোচনা তৃতীয় কোনো দেশে হওয়া উচিত। তবে এর জন্য এখনও কোনো স্থান এবং দিনক্ষণ নির্ধারণ করা হয়নি।”

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, “এই দুই প্রতিবেশী দেশের দীর্ঘ ইতিহাস আছে এবং উভয়ই দীর্ঘ সময় ধরে একসঙ্গে আলোচনায় বসেনি। এজন্য আমরা তাদেরকে একসঙ্গে আলোচনার টেবিলে নিয়ে আসা ও যুদ্ধবিরতি স্থায়ীকরণসহ সংঘাত বন্ধে কাজ করছি।”

ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিতের ফলে পাকিস্তানে পানি সরবরাহ বিঘ্ন হতে পারে এমন প্রশ্নে ল্যামি বলেন, “আমরা উভয় পক্ষকে চুক্তি মেনে চলার আহ্বান জানাই।”

পেহেলগামে হামলার পর গত মাসে ভারত ১৯৬০ সালের সিন্ধু চুক্তি স্থগিত করার ঘোষণা দেয়। তবে পাকিস্তান এ ব্যাপারে জানায়, সিন্ধু নদীর পানি সরবরাহ বন্ধ করা হলে সেটি যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচিত হবে।

ল্যামি আরও বলেন, “সন্ত্রাসবাদ মোকাবিলায় ব্রিটেন অবশ্যই পাকিস্তানের সঙ্গে কাজ চালিয়ে যাবে। কারণ সন্ত্রাসবাদ এই দেশের জনগণ এবং এ অঞ্চলের জন্য একটি অভিশাপ।”

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে