ঢাকা, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২
শিক্ষক-শিক্ষার্থীর পাল্টাপাল্টি দাবিতে কুয়েটে অচলাবস্থা
.jpg)
ডুয়া ডেস্ক: প্রায় ৩ মাস ধরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) একাডেমিক কার্যক্রম বন্ধ। শিক্ষক ও শিক্ষার্থীরা পাল্টাপাল্টি নিজ নিজ দাবিতে অনড় থাকায় বিপাকে পড়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে অচলাবস্থা সৃষ্টি হয়েছে বিশ্ববিদ্যালয়টিতে।
গত ১৮ ফেব্রুয়ারির সংঘর্ষে ৩৭ শিক্ষার্থীকে শোকজ করা, নিরপেক্ষ নতুন তদন্ত কমিটি গঠনসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে আবারও উপাচার্য ভবনের পাশে অবস্থান কর্মসূচির ডাক দেন কুয়েট শিক্ষার্থীরা।
এ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. মো. হযরত আলী শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানান। তার আশ্বাসের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা সাময়িকভাবে কর্মসূচি স্থগিত করলেও দাবি আদায়ে তারা এখনও অনড়।
আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, “সিন্ডিকেটে ৩৭ জনকে সাময়িক বহিষ্কার করা হয়েছিল। শিক্ষা উপদেষ্টা আসার কারণে এটা ১০২তম সিন্ডিকেটে প্রত্যাহার করা হয়েছে। নতুন ভিসি আসার পর সেই জিনিসটা রিওপেন করেন। আমাদের সাথে আসলে একটা ইনজাস্টিজ করা হচ্ছে।”
অন্যদিকে, শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদ এবং দোষীদের শাস্তির দাবিতে কুয়েট শিক্ষক সমিতি যে সাত দিনের আলটিমেটাম দিয়েছিল, তা শেষ হয়েছে গত বৃহস্পতিবার। তাদের দাবি পূরণ হলে আগামী রোববার থেকে ক্লাসে ফেরার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। তবে দাবি মানা না হলে তারা অসহযোগ আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
এ বিষয়ে কুয়েট শিক্ষক সমিতির সভাপতি ড. সাহিদুল ইসলাম বলেন, “৭ কর্মদিবসের মধ্যে, আমাদের যে দাবিগুলো আমরা উপস্থাপন করেছিলাম যে যারা প্রকৃত দোষী তাদের বিচার, এটা যদি না হয় বা প্রত্যাহার হয় তখন আমাদের বলা আছে যারা ডিন, প্রভোস্ট, মানে যারা শিক্ষক হিসেবে বিভিন্ন দাপ্তরিক দায়িত্বে আছেন তারা অসহযোগে যাবে। প্রশাসনের সাথে কোনো ধরনের কাজে যাবে না।”
এদিকে, দ্রুত সময়ের মধ্যেই সকল সমস্যা সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নতুন উপাচার্য ড. মো. হযরত আলী। তিনি বলেন, “সবাই আপন আপন দাবিতে অনড়। যার কারণে সময়টা একটু বেশি লাগছে। আশা করি, একদিন না একদিন তো স্যারেরা ক্লাস নেবেন, ছাত্ররাও ক্লাসে যাবেন। তবে এটার অ্যাক্সেক্ট ডেট আমার কাছে নাই।”
প্রসঙ্গত, আন্দোলনের শুরুর দিকে শিক্ষার্থীদের কারণে প্রায় আড়াই মাস ধরে ক্লাস বন্ধ ছিল। পরে নতুন উপাচার্য নিয়োগের পর ৪ মে থেকে একাডেমিক কার্যক্রম শুরুর পরিকল্পনা থাকলেও, শিক্ষকদের আন্দোলনের কারণে তা বাস্তবায়ন হয়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত ৪ কোম্পানি
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত তিন কোম্পানি
- ১৪ অক্টোবর: এক নজরে শেয়ারবাজারের ২০ খবর
- ইপিএস প্রকাশ করেছে ৮ কোম্পানি
- ১০ কোম্পানির কারণে ৩ মাস পেছনে গেল শেয়ারবাজার
- শেয়ারবাজার কি ধ্বংসের পথে? আর কত রক্তক্ষরণ?
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: নোমান আলীর শিকার মার্করাম