ঢাকা, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
শিক্ষক-শিক্ষার্থীর পাল্টাপাল্টি দাবিতে কুয়েটে অচলাবস্থা
ডুয়া ডেস্ক: প্রায় ৩ মাস ধরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) একাডেমিক কার্যক্রম বন্ধ। শিক্ষক ও শিক্ষার্থীরা পাল্টাপাল্টি নিজ নিজ দাবিতে অনড় থাকায় বিপাকে পড়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে অচলাবস্থা সৃষ্টি হয়েছে বিশ্ববিদ্যালয়টিতে।
গত ১৮ ফেব্রুয়ারির সংঘর্ষে ৩৭ শিক্ষার্থীকে শোকজ করা, নিরপেক্ষ নতুন তদন্ত কমিটি গঠনসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে আবারও উপাচার্য ভবনের পাশে অবস্থান কর্মসূচির ডাক দেন কুয়েট শিক্ষার্থীরা।
এ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. মো. হযরত আলী শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানান। তার আশ্বাসের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা সাময়িকভাবে কর্মসূচি স্থগিত করলেও দাবি আদায়ে তারা এখনও অনড়।
আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, “সিন্ডিকেটে ৩৭ জনকে সাময়িক বহিষ্কার করা হয়েছিল। শিক্ষা উপদেষ্টা আসার কারণে এটা ১০২তম সিন্ডিকেটে প্রত্যাহার করা হয়েছে। নতুন ভিসি আসার পর সেই জিনিসটা রিওপেন করেন। আমাদের সাথে আসলে একটা ইনজাস্টিজ করা হচ্ছে।”
অন্যদিকে, শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদ এবং দোষীদের শাস্তির দাবিতে কুয়েট শিক্ষক সমিতি যে সাত দিনের আলটিমেটাম দিয়েছিল, তা শেষ হয়েছে গত বৃহস্পতিবার। তাদের দাবি পূরণ হলে আগামী রোববার থেকে ক্লাসে ফেরার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। তবে দাবি মানা না হলে তারা অসহযোগ আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
এ বিষয়ে কুয়েট শিক্ষক সমিতির সভাপতি ড. সাহিদুল ইসলাম বলেন, “৭ কর্মদিবসের মধ্যে, আমাদের যে দাবিগুলো আমরা উপস্থাপন করেছিলাম যে যারা প্রকৃত দোষী তাদের বিচার, এটা যদি না হয় বা প্রত্যাহার হয় তখন আমাদের বলা আছে যারা ডিন, প্রভোস্ট, মানে যারা শিক্ষক হিসেবে বিভিন্ন দাপ্তরিক দায়িত্বে আছেন তারা অসহযোগে যাবে। প্রশাসনের সাথে কোনো ধরনের কাজে যাবে না।”
এদিকে, দ্রুত সময়ের মধ্যেই সকল সমস্যা সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নতুন উপাচার্য ড. মো. হযরত আলী। তিনি বলেন, “সবাই আপন আপন দাবিতে অনড়। যার কারণে সময়টা একটু বেশি লাগছে। আশা করি, একদিন না একদিন তো স্যারেরা ক্লাস নেবেন, ছাত্ররাও ক্লাসে যাবেন। তবে এটার অ্যাক্সেক্ট ডেট আমার কাছে নাই।”
প্রসঙ্গত, আন্দোলনের শুরুর দিকে শিক্ষার্থীদের কারণে প্রায় আড়াই মাস ধরে ক্লাস বন্ধ ছিল। পরে নতুন উপাচার্য নিয়োগের পর ৪ মে থেকে একাডেমিক কার্যক্রম শুরুর পরিকল্পনা থাকলেও, শিক্ষকদের আন্দোলনের কারণে তা বাস্তবায়ন হয়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (Live)
- আজ বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20: খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- আর্জেন্টিনা ও ব্রাজিলের মুখোমুখি বাংলাদেশ, জেনে নিন সময়সূচি
- শীতকালীন ছুটি বহাল থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেষ হলো বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ফাইনাল টি-২০ ম্যাচ: সরাসরি দেখুন এখানে(LIVE)
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20-সরাসরি দেখার উপায়
- বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচের প্রথমার্ধ শেষ, কে এগিয়ে?
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ৩য় টি-২০ ম্যাচটি শেষ, জানুন ফলাফল
- ঢাকায় ল্যাটিন-বাংলা সুপার কাপ, বাংলাদেশ-ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ কবে
- ঢাকা বোর্ডে এইচএসসির বৃত্তির তালিকা প্রকাশ, দেখুন তালিকা
- ঢাকায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ, টিকিটসহ জেনে নিন বিস্তারিত