ঢাকা, বুধবার, ৬ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২
শেয়ারবাজারে নতুন বার্তা: ভরসা খুঁজছেন বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক:টানা পতনের ধাক্কা সামলে সপ্তাহের প্রথম কর্মদিবস শনিবার (১৭ মে) দেশের শেয়ারবাজারে দেখা দিয়েছে আশাজাগানিয়া উত্থান। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ঘুরে দাঁড়ানোর এই প্রবণতার অন্যতম কারণ হিসেবে বিবেচিত হচ্ছে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরীর ডিএসই পরিদর্শনের ঘোষণা। তিনি আগামীকাল রোববার (১৮ মে) এ পরিদর্শনে যাচ্ছেন।
বাজারসংশ্লিষ্টদের মতে, এ ঘোষণায় বিনিয়োগকারীদের মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে। তাঁদের প্রত্যাশা, ড. আনিসুজ্জামান ডিএসইর ঊর্ধ্বতন কর্মকর্তা ও অংশীজনদের সঙ্গে বৈঠকে বাজারের বাস্তব সমস্যাগুলো চিহ্নিত করবেন এবং তা সমাধানে প্রধান উপদেষ্টাকে কার্যকর পরামর্শ দেবেন। এ আশায় আজ বাজারে বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।
লেনদেনের চিত্রেও এই মনোভাবের প্রতিফলন দেখা গেছে। আজ বাজারে বিক্রেতার তুলনায় ক্রেতার সংখ্যা ছিল বেশি। শেয়ার কেনায় বিনিয়োগকারীদের আগ্রহ বৃদ্ধির ফলে ডিএসইর প্রধান সূচক প্রায় ৪০ পয়েন্ট বেড়েছে। সাধারণত এমন পরিস্থিতিতে কিছু বিনিয়োগকারী মুনাফা তুলে নিতে শেয়ার বিক্রি করে থাকেন, কিন্তু আজ তেমন চাপ দেখা যায়নি। এতে স্পষ্ট হয়েছে, বিনিয়োগকারীরা স্বল্পমেয়াদে নয়, বরং দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গিতে শেয়ার কিনছেন।
তবে একটি লক্ষণীয় বিষয় হলো—আজ লেনদেনের পরিমাণ আগের দিনের তুলনায় কিছুটা কম ছিল। অর্থাৎ বাজারে চাহিদা থাকলেও সরবরাহ তুলনামূলকভাবে কম ছিল। যেসব শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল, সেগুলোর পর্যাপ্ত বিক্রেতা না থাকায় বাজারে সামান্য ভারসাম্যহীনতা দেখা গেছে। আস্থা আরও দৃঢ় হলে ভবিষ্যতে এই পরিস্থিতির উন্নতি হতে পারে।
উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই দেশের শেয়ারবাজার টানা পতনের মধ্য দিয়ে যাচ্ছে। বিশেষ করে বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের নিয়োগের পর থেকে সূচক পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায়। বাজারের এই দুরবস্থার জন্য অনেকেই চেয়ারম্যানের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। সরকারের পক্ষ থেকেও তেমন কোনো সুস্পষ্ট বক্তব্য না আসায় আস্থার সংকট আরও গভীর হয়।
আজকের বাজারের ঘুরে দাঁড়ানো কেবল সূচক বৃদ্ধিতেই সীমাবদ্ধ নয়, বরং এটি বিনিয়োগকারীদের মনস্তাত্ত্বিক অবস্থার ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দেয়। দীর্ঘদিন পর বাজারে কিছুটা আত্মবিশ্বাসের ছোঁয়া দেখা গেছে। আগামীকাল ড. আনিসুজ্জামানের পরিদর্শনের পর তাঁর পক্ষ থেকে কী বার্তা বা পদক্ষেপ আসে, তা এখন বিনিয়োগকারীদের কৌতূহলের কেন্দ্রে রয়েছে।
বাজার পর্যালোচনা: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৯.৪৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮২০ পয়েন্টে।ডিএসইএস সূচক বেড়েছে ১৩.৯০ পয়েন্ট, দাঁড়িয়েছে ১ হাজার ৫২ পয়েন্টে।অন্যদিকে, ডিএসই-৩০ সূচক কমেছে ১৮.০৮ পয়েন্ট, বর্তমানে অবস্থান করছে ১ হাজার ৭৮৮ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানি লেনদেনে অংশ নেয়। এর মধ্যে দর বেড়েছে ২৭৭টির, কমেছে ৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির।
টাকার অঙ্কে আজ ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬২ কোটি ৮৬ লাখ টাকা, যেখানে আগের দিন লেনদেন হয়েছিল ২৯৬ কোটি ৮৪ লাখ টাকা।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)আজ সিএসইতে লেনদেন হয়েছে ৯ কোটি ১৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট। আগের দিন এই অঙ্ক ছিল ১০ কোটি ১১ লাখ টাকা।
আজ সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৫৮টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৭৪টির, কমেছে ৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির।
আজ সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই বেড়ে ৪.৩৯ পয়েন্ট, দাঁড়িয়েছে ১৩ হাজার ৪৮১ পয়েন্টে। উল্লেখ্য, আগের দিন এই সূচক কমেছিল ১৩৭.৪৬ পয়েন্ট।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারতে ঢাবির দুই ছাত্রীর ছবি নিয়ে তোলপাড়, ক্ষোভ
- শেয়ারবাজারে আসছে রাষ্ট্র ও বহুজাতিক ১৫ কোম্পানি
- ১১'শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন
- স্কয়ার ফার্মার বাজার মূলধনে নতুন মাইলফলক
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৭ প্রতিষ্ঠান
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৪ প্রতিষ্ঠান
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- বিকালে আসছে ১০ কোম্পানির ইপিএস
- ক্যাশ ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- নতুন সিনেট সদস্য হলেন ঢাবির ৫ অধ্যাপক
- সর্বোচ্চ উচ্চতায় ১৭ কোম্পানির শেয়ার
- শিবলী রুবাইয়াত ও শেখ শামসুদ্দিন শেয়ারবাজারে অবাঞ্ছিত ঘোষণা
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১২ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস
- গেস্ট হাউজ থেকে সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহ উদ্ধার
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৯ কোম্পানি