ঢাকা, বুধবার, ৬ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

আজ ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের ডাক

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ০৬ ০৯:৪৩:৩০
আজ ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের ডাক

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। বুধবার (৬ আগস্ট) সকাল ১১টায় ঢাকার মেরুল বাড্ডায় কানাডিয়ান ইউনিভার্সিটির সামনে এ কর্মসূচি শুরু হবে। এতে নেতৃত্ব দেবেন দলের সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে রাজধানীর পল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাশেদ প্রধান এ কর্মসূচির ঘোষণা দেন।

তিনি বলেন, ভারত সরকার খুনি হাসিনাকে রাষ্ট্রীয় মর্যাদায় আশ্রয় দিয়ে রেখেছে। আমরা এই অন্যায়ের প্রতিবাদ জানিয়ে ভারতীয় দূতাবাস ঘেরাও করব এবং সুস্পষ্টভাবে দাবি জানাব শেখ হাসিনাকে ফেরত দিতে হবে এবং ভারতীয় আগ্রাসন বন্ধ করতে হবে।

সব দেশপ্রেমিক নাগরিককে কর্মসূচি সফল করতে আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, এই কর্মসূচি শান্তিপূর্ণ হবে। আমরা নাশকতা এড়িয়ে সুশৃঙ্খলভাবে আমাদের অবস্থান জানাব।

এছাড়া গুলশান এলাকায় সম্ভাব্য যানজটের বিষয়ে আগাম দুঃখ প্রকাশ করে তিনি জনসাধারণের সহযোগিতাও কামনা করেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত