ঢাকা, বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

যমুনা অভিমুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘লং মার্চ’

২০২৫ মে ১৪ ১২:৫৭:৩৯
যমুনা অভিমুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘লং মার্চ’

ডুয়া ডেস্ক: আবাসন ভাতা, বাজেট বৃদ্ধি এবং প্রকল্প বাস্তবায়নে অগ্রাধিকারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে ‘লং মার্চ’ শুরু করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।

বুধবার (১৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে জবি ক্যাম্পাস থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এই লং মার্চ শুরু হয়। এ সময় শিক্ষার্থীরা ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’সহ নানা প্রতিবাদী স্লোগানে তাদের দাবিগুলো তুলে ধরেন।

এর আগে মঙ্গলবার (১৩ মে) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে বৈঠকে অংশ নেন। সেখানে বাজেট এবং আবাসন সংকট নিয়ে আলোচনা হলেও শিক্ষার্থীদের অভিযোগ—তাদের তিন দফা দাবি উপেক্ষিত হয়েছে।

পরবর্তীতে ‘জবি ঐক্য’ প্ল্যাটফর্ম থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে লং মার্চের কর্মসূচি ঘোষণা করা হয়।

শিক্ষার্থীদের তিন দফা দাবিগুলো হলো:

১. আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য ২০২৫-২৬ অর্থবছর থেকে আবাসন বৃত্তি কার্যকর করতে হবে।

২. ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কোনো কাটছাঁট ছাড়া অনুমোদন করতে হবে।

৩. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ আগামী একনেক সভায় অনুমোদন দিয়ে অগ্রাধিকার প্রকল্প হিসেবে বাস্তবায়ন করতে হবে।

এর আগে সোমবার (১২ মে) শিক্ষার্থীদের দাবির পক্ষে ক্যাম্পাসে ছাত্র-শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়, যা এই আন্দোলনের প্রেক্ষাপট তৈরি করে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে