ঢাকা, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২
উপদেষ্টা পরিষদ ভেঙে
ড. ইউনূসকে রাষ্ট্রপতি ও মাহমুদুর রহমানকে প্রধানমন্ত্রী দাবি

ডুয়া ডেস্ক: উপদেষ্টা পরিষদ ভেঙে দিয়ে নতুনভাবে ড. মুহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি ও আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমানকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী/প্রধান উপদেষ্টা করার দাবি জানিয়েছে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা কমিটি (স্বারক)।
আজ শনিবার (১২ মে) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান সংগঠনটির আহ্বায়ক সাঈদ আহমেদ সরকার।
এর আগে সোমবার (১২ মে) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে স্বারক। সেখানে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ও আইন উপদেষ্টা আসিফ নজরুলকে অবিলম্বে পদত্যাগের দাবি জানান তিনি। সাইদ আহমেদ সরকার বলেছেন, “আপনি সরকারের একজন উপদেষ্টা হয়ে কীভাবে আরেক জনকে হুমকি দিচ্ছেন? আমরা মনে করি এর মাধ্যমে আপনার শপথ ভঙ্গ হয়েছে। আপনি নৈতিক দিক বিবেচনায় অবিলম্বে সরকার থেকে পদত্যাগ করুন।”
স্বারকের আহ্বায়ক বলেন, “এই সরকার একটি বিপ্লবী সরকার। দুই হাজার শহীদ ও প্রায় পঞ্চাশ হাজার আহত ছাত্র-জনতার রক্তের বিনিময়ে এই সরকার বৈধতা লাভ করেছে। সরকারের উচিত ছিল গণঅভ্যুত্থানের তিন মাসের মধ্যেই গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। কিন্তু বিপ্লবের প্রায় দশ মাস পার হলেও সরকার এখনো কোনো দৃশ্যমান বিচার করতে পারেনি।”
তিনি আরও বলেন, “জুলাই গণহত্যায় যারা জড়িত ছিল তারা অনেকেই প্রশাসনের লোকদের সহায়তায় পালিয়ে গেছে। মুষ্টিমেয় কিছু লোককে গ্রেপ্তার করলেও তাদের আবার জামিন দেওয়া হচ্ছে। আমরা সরকারের কাছে এর ব্যাখ্যা চাই।”
সাঈদ আহমেদ বলেন, “জানুয়ারিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ২য় ট্রাইব্যুনাল হওয়ার কথা থাকলেও তা এখনো হয়নি। আওয়ামী লীগের বিচার কার্যক্রম বিলম্বিত করার জন্যই ট্রাইবুনাল গঠনে গড়িমসি করা হচ্ছে।”
অবিলম্বে দ্বিতীয় ট্রাইবুনাল গঠন করে জুলাইয়ের গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
স্বারকের আহ্বায়ক বলেন, “জুলাই ঘোষণাপত্র বিপ্লবের ১৫ দিনের মধ্যে দেওয়ার কথা ছিল। কিন্তু বিপ্লবের ১০ মাস অতিক্রান্ত হলেও এখনো জুলাই ঘোষণাপত্র দেওয়া হয়নি। এখন আবার ৩০ দিন সময় নেওয়া হয়েছে। এই জুলাই ঘোষণাপত্র জুলাই বিপ্লবের প্রাণ। অবিলম্বে জুলাই ঘোষণাপত্র দিতে হবে।”
তিনি আরও বলেন, “প্রশাসনে যেসব আওয়ামী দোসররা এখনো আছে তাদের এখনো অপসারণ করা হয়নি। গত ১৫ বছর সরকার অনেক যাচাই-বাছাই করে সব আওয়ামী লীগকে প্রশাসনে নিয়োগ দিয়েছে। তারা প্রশাসনে থেকে এখনো জুলাই গণঅভ্যুত্থানকে কলঙ্কিত করার অপচেষ্টা চালাচ্ছে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ১১ কোম্পানিতে
- কোম্পানি পুরোদমে উৎপাদনে, তারপরও শঙ্কায় বিনিয়োগকারীরা!
- বিও অ্যাকাউন্টের ফি নিয়ে বিনিয়োগকারীদের সুখবর দিল বিএসইসি
- মার্জারের সাফল্যে উজ্জ্বল ফার কেমিক্যাল
- পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরাত সাম্প্রতিক ম্যাচের পরিসংখ্যান
- এক বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় ৫ কোম্পানি
- শেয়ারবাজারে তালিকাভুক্তির পর প্রথম ‘নো ডিভিডেন্ড’
- শেয়ারবাজারে মিডল্যান্ড ব্যাংকের নতুন যাত্রা
- তদন্তের খবরে থামছে দুই কোম্পানির ঘোড়দৌড়
- আট কোম্পানির শেয়ার নিয়ে কাড়াকাড়ি
- নতুন উচ্চতায় অগ্রসর হচ্ছে দেশের শেয়ারবাজার
- সর্বনিম্ন দামে আটকে গেল ৭ কোম্পানির শেয়ার
- ডেনিম উৎপাদন বাড়াতে এভিন্স টেক্সটাইলসের বড় পরিকল্পনা
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- পাকিস্তান-শ্রীলঙ্কার পথে এগোচ্ছে বাংলাদেশের শেয়ারবাজার