ঢাকা, সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

বাংলাদেশিদের জন্য কেন ভিসা সীমিত করছে কয়েকটি দেশ?

২০২৫ মে ১২ ০৯:৫৪:২৩
বাংলাদেশিদের জন্য কেন ভিসা সীমিত করছে কয়েকটি দেশ?

ডুয়া ডেস্ক: সাম্প্রতিক সময়ে ভিয়েতনামসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশ বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া কঠোর বা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। এর মূল কারণ হিসেবে উঠে এসেছে অবৈধ অভিবাসন, দেশে না ফেরা এবং তৃতীয় দেশে যাওয়ার প্রবণতা।

ভিয়েতনাম একসময় বাংলাদেশিদের জন্য জনপ্রিয় পর্যটন গন্তব্য ছিল। অনেকে সেখানে গিয়ে আর দেশে ফেরেননি, কেউ কেউ আবার ভিয়েতনামে থেকেই কাজ শুরু করেছেন বা ইউরোপে পাড়ি জমিয়েছেন। এ প্রবণতা বাড়তে থাকায় ২০২৫ সালের শুরু থেকে বাংলাদেশিদের জন্য দেশটি ভিসা পুরোপুরি বন্ধ করে দিয়েছে।

থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুরের মতো দেশগুলো এখন বাংলাদেশিদের ভিসা পেতে কঠিন শর্ত দিচ্ছে এবং ভিসা প্রত্যাখ্যানের হারও বেড়েছে। সংযুক্ত আরব আমিরাতও ২০২৪ সালে বাংলাদেশিদের পর্যটন ও কর্মসংস্থান ভিসা বন্ধ করে দেয়, যদিও এখন প্রতিদিন সীমিত সংখ্যক ভিসা দেওয়া হচ্ছে।

ভারতের ভিসা প্রক্রিয়াও রাজনৈতিক অস্থিরতার কারণে প্রায় বন্ধ হয়ে গেছে, ফলে নেপাল ও ভুটান ভ্রমণও ব্যাহত হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, অনেক বাংলাদেশি পর্যটন ভিসায় বিদেশে গিয়ে বৈধতা হারিয়ে থাকছেন। ফলে এই দেশগুলো তাদের ভিসা নীতিমালায় কড়াকড়ি আনছে। হেনলি পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান ৯৫তম, যা পাসপোর্টের গ্রহণযোগ্যতা কমে যাওয়ার ইঙ্গিত দেয়।

তবে কিছু ইতিবাচক দিকও আছে—চীনের ভিসা প্রক্রিয়া এখন সহজ, আর মালদ্বীপ ও শ্রীলঙ্কা অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণের সুযোগ দিচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্র জানিয়েছে, এসব দেশের সঙ্গে ভিসা সমস্যার সমাধানে আলোচনা চলছে এবং সংযুক্ত আরব আমিরাতের ক্ষেত্রে কিছু অগ্রগতিও হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে