ঢাকা, সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

স-ন্ত্রা-সবিরোধী অধ্যাদেশ জারি

২০২৫ মে ১২ ০৯:২৭:৫৯
স-ন্ত্রা-সবিরোধী অধ্যাদেশ জারি

ডুয়া ডেস্ক: সময়ের প্রয়োজন বিবেচনায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-কে আরও কার্যকর ও আধুনিক করতে নতুন একটি অধ্যাদেশ জারি করেছে সরকার। রোববার (১১ মে) রাতে রাষ্ট্রপতির অনুমোদনে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ অধ্যাদেশ জারি করা হয়।

সংসদ অধিবেশন না থাকায় সংবিধানের অনুচ্ছেদ ৯৩ (১) অনুযায়ী রাষ্ট্রপতি এই অধ্যাদেশ জারি করেন, যা পরবর্তীতে গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।

অধ্যাদেশে উল্লেখ করা হয়, সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ধারা ১৮ এর উপ-ধারা (১)-এ "সত্ত্বাকে নিষিদ্ধ ঘোষণা ও তফসিলে তালিকাভুক্ত করতে পারবে" শব্দগুলোর পর নতুনভাবে "বা সত্ত্বার যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে পারবে" শব্দগুলো যোগ করা হয়েছে।

এছাড়া ধারা ২০-এর বেশ কয়েকটি পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে রয়েছে:

  • উপ-ধারা (১)-এর ভাষা পরিবর্তন করে বলা হয়েছে, “যদি কোনো ব্যক্তি বা সত্ত্বার বিরুদ্ধে ধারা ১৮ এর উপ-ধারা (১) অনুযায়ী কোনো ব্যবস্থা নেওয়া হয়”, এই শব্দগুলো আগের সংশ্লিষ্ট বাক্যের পরিবর্তে প্রতিস্থাপিত হবে।

  • (গ) দফা-তে ‘নিষিদ্ধ’ শব্দটি পরিবর্তন করে ‘উক্ত’ শব্দ প্রতিস্থাপন করা হয়েছে।

  • নতুন (ঙ) দফা হিসেবে যুক্ত হয়েছে:
    “উক্ত সত্ত্বা কর্তৃক বা তার পক্ষে বা সমর্থনে যেকোনো ধরনের প্রেস বিবৃতি, প্রকাশনা, মুদ্রণ, প্রচার, অনলাইন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা, কিংবা মিছিল, সভা-সমাবেশ, সংবাদ সম্মেলন আয়োজন বা জনসম্মুখে বক্তৃতা দেওয়া নিষিদ্ধ করা হবে।”

  • উপ-ধারা (২) এবং (৩)-তেও একইভাবে সংশ্লিষ্ট শব্দ ও সংখ্যার প্রতিস্থাপন করে সংশোধন আনা হয়েছে।

এই সংশোধনের মাধ্যমে সন্ত্রাসবাদে জড়িত ব্যক্তি ও গোষ্ঠীর কার্যক্রম নিয়ন্ত্রণ ও প্রতিরোধে আইনটি আরও দৃঢ়ভাবে প্রয়োগের সুযোগ সৃষ্টি হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে