ঢাকা, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

বেক্সিমকো গ্রুপের ৯৪ কোম্পানির শেয়ার অবরুদ্ধের আদেশ

২০২৫ মে ০৮ ১১:৩৮:৪৮
বেক্সিমকো গ্রুপের ৯৪ কোম্পানির শেয়ার অবরুদ্ধের আদেশ

ডুয়া ডেস্ক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সাবেক শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের ৯৪টি কোম্পানির শেয়ার অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে সালমান এফ রহমান পরিবারের ঘনিষ্ঠ ৭৯ জনের বিও (Beneficiary Owner) হিসাবও অবরুদ্ধ করা হয়েছে।

এই আদেশ আজ বুধবার (৮ মে) দিয়েছেন ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন, দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে।

দুদকের তথ্য অনুযায়ী, সালমান এফ রহমান, তাঁর স্ত্রী সৈয়দ রুবাবা রহমান, ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান, ভাই আহমেদ সোহাইল ফসিহুর রহমান এবং ভাতিজা আহমেদ শাহরিয়ার হাসানের সমস্ত শেয়ার ও বিও হিসাবও অবরুদ্ধ করা হয়েছে।

অবরুদ্ধ হওয়া কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, বেক্সিমকো টেক্সটাইলস, বেক্সিমকো মিডিয়া, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক, বেক্সিমকো কেমিক্যালস, বেক্সিমকো এভিয়েশন, বেক্সিমকো পাওয়ার, বেক্সিমকো ফুড অ্যান্ড বেভারেজ, বেক্সিমকো কম্পিউটারস, বেক্সিমকো প্রপার্টিজ, বেক্সিমকো হোল্ডিংসসহ আরও বহু প্রতিষ্ঠান।

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি আদালত সালমান এফ রহমান ও তাঁর ঘনিষ্ঠজনদের নামে থাকা ৩৭২টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন। দুদকের দাবি অনুযায়ী, এসব ব্যক্তি শেয়ার কারসাজি, প্রতারণা ও প্রভাব খাটিয়ে রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংক থেকে প্রায় ৩৬ হাজার কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করেছেন।

দুদক আরও জানিয়েছে, তারা জানতে পেরেছে—সালমান এফ রহমান ও তাঁর ঘনিষ্ঠরা এই অর্থ স্থানান্তরের চেষ্টা করছেন, যা তদন্তের স্বার্থে গুরুত্বপূর্ণ।

এছাড়া ১৩ জানুয়ারি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) অর্থ পাচারের মামলায় সালমান এফ রহমান ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা প্রায় ২৫০ কোটি টাকার সম্পদ ক্রোকের আদেশও নিয়েছে। এসব সম্পদের মধ্যে রয়েছে ঢাকার দোহারে দুই হাজার শতাংশ জমি, স্থাপনা এবং গুলশানে একটি ফ্ল্যাট।

অভিযোগ রয়েছে, তারা বিদেশে প্রায় ৮ কোটি ৩০ লাখ ডলার পাচার করেছেন এবং বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়া সংযুক্ত আরব আমিরাতে আর আর গ্লোবাল ট্রেডিং ও আর আর হোল্ডিংস লিমিটেড নামে দুটি প্রতিষ্ঠান গড়ে তোলেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে