ঢাকা, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা গ্রেপ্তার

২০২৫ মে ০৮ ০৯:৩৬:১০
শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা গ্রেপ্তার

ডুয়া ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা (পিও) এস এম মিজানুর রহমান মিজানকে গ্রেপ্তার করেছে নিউমার্কেট থানা পুলিশ।

বুধবার (৭ মে) রাতে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীন উদ্দিন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ঢাকা কলেজের কিছু শিক্ষার্থী ও পথচারীরা মিজানকে শনাক্ত করে আটকে ফেলেন। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে ওসি মোহসীন উদ্দিন জানান, এস এম মিজানুর রহমানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন সংশ্লিষ্ট একটি হত্যা মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে