ঢাকা, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

আইনি জটিলতা শেষে সরকারি চাকুরিতে ফিরছেন ডা. জোবাইদা

২০২৫ মে ০৮ ০৭:১০:৪০
আইনি জটিলতা শেষে সরকারি চাকুরিতে ফিরছেন ডা. জোবাইদা

ডুয়া নিউজ: দীর্ঘ প্রায় ১৭ বছর যুক্তরাজ্যে অবস্থানের পর অবশেষে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী এবং চিকিৎসক ডা. জোবাইদা রহমান। তার সঙ্গে ফিরছে তার সরকারি চাকরিও—স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, তার চিকিৎসক পদে পুনর্বহালের বিষয়ে শিগগিরই আদেশ জারি হতে যাচ্ছে।

ডা. জোবাইদা রহমান ১৯৯৫ সালের বিসিএস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে সরকারি চাকরিতে যোগ দেন। ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রির পর তিনি যুক্তরাজ্যের ইম্পেরিয়াল কলেজ থেকে মেডিসিনে স্নাতকোত্তর সম্পন্ন করেন।

২০০৮ সালে শিক্ষা ছুটিতে যুক্তরাজ্যে যান তিনি। তবে রাজনৈতিক অস্থিরতার কারণে দেশে ফিরে আর কর্মস্থলে যোগ দিতে পারেননি। এ কারণে ২০১৩ সালে সরকারি বিধি অনুযায়ী তার চাকরি অবসান ঘটে।

এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম ফজলুল হক বলেন, ডা. জোবাইদা রহমানের সরকারি চাকরি পুনর্বহালের প্রক্রিয়া প্রায় শেষ। সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দ্রুতই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হবে।

গত মঙ্গলবার (৬ মে) সকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ডা. জোবাইদা রহমান। তার এ প্রত্যাবর্তন শুধু পারিবারিকভাবে নয়, রাজনৈতিক পরিপ্রেক্ষিতেও নানা জল্পনা-কল্পনার জন্ম দিয়েছে।

জানা গেছে, চাকরি পুনর্বহালের অংশ হিসেবে ২০১৩ সালে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জারি হওয়া বরখাস্ত আদেশ প্রত্যাহারের প্রস্তুতিও নেওয়া হচ্ছে। সব কিছু ঠিকঠাক থাকলে শিগগিরই তিনি আগের পদ ফেরত পেতে পারেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে