ঢাকা, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

ভারত-পাকিস্তান সংঘর্ষ থামাতে ট্রাম্পের আহ্বান, সহায়তার প্রস্তাব

২০২৫ মে ০৮ ০৬:৪৯:৩৮
ভারত-পাকিস্তান সংঘর্ষ থামাতে ট্রাম্পের আহ্বান, সহায়তার প্রস্তাব

ডুয়া ডেস্ক নিউজ: ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যে উভয় পক্ষকে অবিলম্বে সংঘর্ষ বন্ধের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হোয়াইট হাউসে এক বক্তব্যে তিনি বলেন, দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে দুই দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই সহিংসতা বন্ধে তিনি সাহায্য করতে প্রস্তুত।

ট্রাম্প বলেন, “এটা খুবই ভয়াবহ। আমি উভয় দেশের নেতৃত্বের সঙ্গে পরিচিত এবং চাই তারা বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধান করুক। আমি চাই তারা থেমে যাক।”

তিনি আরও বলেন, “তারা ইতোমধ্যে একে অপরের সঙ্গে কথা বলেছে। আশা করি, এই বার্তালাপ থেকে তারা কোনও সমাধানে পৌঁছাতে পারবে।”

ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমরা উভয় দেশের সঙ্গেই ভালো সম্পর্ক বজায় রেখেছি। যদি আমি কোনওভাবে সাহায্য করতে পারি, আমি প্রস্তুত আছি।”

বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই মন্তব্যে মার্কিন প্রশাসনের কূটনৈতিক উদ্বেগ স্পষ্ট, এবং তা দক্ষিণ এশিয়ায় শান্তি স্থাপনে আন্তর্জাতিক চাপ বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে