ঢাকা, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

অনিবন্ধিত ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা মন্ত্রণালয়ের

২০২৫ মে ০৭ ২২:৫৮:৫২
অনিবন্ধিত ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা মন্ত্রণালয়ের

ডুয়া ডেস্ক : বাংলাদেশে অনিবন্ধিত এবং মেয়াদোত্তীর্ণ নিবন্ধন সনদধারী ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

বুধবার (৭ মে) মন্ত্রণালয়ের পর্যটন-৩ শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের উপসচিব মির্জা মুরাদ হাসান বেগ। বিজ্ঞপ্তির কপি দেশের সব জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ে পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন, ২০১৩, সংশোধিত আইন ২০২১ এবং বিধিমালা ২০২২ অনুযায়ী, নিবন্ধন সনদ ছাড়া বা মেয়াদোত্তীর্ণ সনদ নবায়ন না করে কোনো ট্রাভেল এজেন্সি ব্যবসা চালানো অবৈধ। তাই, যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান এখনো অনিবন্ধিত অবস্থায় ব্যবসা করছে, তাদেরকে জরুরি ভিত্তিতে মন্ত্রণালয়ের অনলাইন ট্রাভেল এজেন্সি ম্যানেজমেন্ট সিস্টেমে (www.regtravelagency.gov.bd) নিবন্ধন আবেদন দাখিলের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

এছাড়া, যেসব ট্রাভেল এজেন্সির সনদের মেয়াদ শেষ হয়ে গেছে, তাদেরকেও দ্রুত সনদ নবায়ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, নিবন্ধন ও নবায়নবিহীনভাবে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করা হলে শিগগিরই মোবাইল কোর্ট পরিচালনাসহ আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে