ঢাকা, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

মালয়েশিয়ায় বড় ধরপাকড়, বাংলাদেশীসহ ১২৭০ জন আটক

২০২৫ মে ০৭ ২১:৩৭:১৪
মালয়েশিয়ায় বড় ধরপাকড়, বাংলাদেশীসহ ১২৭০ জন আটক

ডুয়া ডেস্ক : মালয়েশিয়ায় অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ১,২৭০ জন অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বুধবার (৭ মে) সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে একযোগে ১৬টি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১১ জন নিয়োগকর্তাকেও গ্রেপ্তার করা হয়েছে। ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের সতর্ক করে জানায়, অবৈধ অভিবাসীদের আর যেন নিয়োগ না দেওয়া হয়, তা কঠোরভাবে নজরদারি করা হবে।

ইমিগ্রেশন সদর দপ্তর থেকে জানানো হয়, সাইবারজায়ার আশপাশের একটি নির্মাণস্থলে অভিযান চালানো হয়েছে, যেখানে ৮১ জন কর্মকর্তা অংশ নেন। জনসাধারণের অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালিত হয় এবং ইমিগ্রেশনের উপ-মহাপরিচালক (অপারেশনস) তুয়ান জাফরি বিন এমবোক তাহাও সরাসরি অভিযানে নেতৃত্ব দেন।

অন্য এক স্থানে মোট ২২৩ জনের তল্লাশি করা হয়, যাদের মধ্যে ২৫ থেকে ৫০ বছর বয়সি ইন্দোনেশিয়া, বাংলাদেশ, মিয়ানমার, ভিয়েতনাম এবং স্থানীয় নাগরিকরা ছিলেন। প্রাথমিক যাচাই শেষে ১২৯ জন বিদেশি নাগরিককে বিভিন্ন অভিবাসন অপরাধের দায়ে আটক করা হয়।

অভিযানে ধরা পড়া অপরাধগুলোর মধ্যে রয়েছে ভিজিট পাসের অপব্যবহার, বৈধ ভ্রমণ নথির অভাব ইত্যাদি। নির্মাণস্থলের নিয়োগকর্তা ও তত্ত্বাবধায়ককে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩-এর ধারা ৫৫বি (অবৈধ অভিবাসী নিয়োগ) এবং ধারা ৫৬(১)(ডি) (অবৈধ অভিবাসীদের সুরক্ষা প্রদান) অনুযায়ী তদন্তের মুখোমুখি হতে হবে।

আটক হওয়া অভিবাসীদের ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে তদন্ত শেষে তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে