ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২
৩০ টাকার নিচে ফার্মা খাতের ১৯ শেয়ার, ১০ টাকার নিচে ৪টি
ডুয়া নিউজ: এক সময়ের শেয়ারবাজারের সবচেয়ে শক্তিশালী খাত হিসেবে বিবেচিত ফার্মাসিউটিক্যালস ও রসায়ন খাত এখন আর আগের মতো বিনিয়োগকারীদের আকর্ষণ করতে পারছে না। দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত এখাতে মোট ৩৪টি কোম্পানি রয়েছে, যেগুলোর শেয়ার এক সময় আকর্ষণীয় দামে লেনদেন হয়েছে এবং বাজারে খাতটির শেয়ারের ছিল ব্যাপক চাহিদা।
সে সময় শেয়ারের রাজা হিসাবে বিবেচিত ছিল স্কয়ার, বেক্সিমকো ফার্মা, রেনাটা, ইবনে সিনা, একমি, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা, বিকন ফার্মা, ফার্মা এইড বা জেএমআই সিরিঞ্জের মতো মধ্যম সারির অনেক কোম্পানির শেয়ার। বিনিয়োগকারীদের বিশ্বাস ছিল—এখাতে শেয়ার মানে নিরাপদ ও দীর্ঘমেয়াদি বিনিয়োগ। কিন্তু বর্তমানে পরিস্থিতি ভিন্ন। এখন এসব শেয়ার দাম পড়েছে বহু নিচে। কেবল ২-৪টি কোম্পানির শেয়ারের দাম এখন হাজার টাকার ওপরে রয়েছে। বেশির ভাগ শেয়ারের দাম ৩০ টাকার নিচে নেমে এসেছে। এমনকি কয়েকটি কোম্পানির শেয়ার অভিহিত মূল্য ১০ টাকার নিচেও লেনদেন হচ্ছে। যার ফলে খাতটির শেয়ারে বিনিয়োগকারীদের আগের মতো ক্রেজ নেই।
বাজার বিশ্লেষকদের মতে, সামগ্রিক শেয়ারবাজারে আস্থাহীনতা, বৈদেশিক মুদ্রার সংকট, কাঁচামাল আমদানিতে জটিলতা, মুনাফার হার কমে যাওয়া এবং রাজনৈতিক অনিশ্চয়তা—সব মিলিয়ে ফার্মা খাতও চাপের মুখে পড়েছে। এ ছাড়া, বিনিয়োগকারীদের দীর্ঘদিন ধরে ভালো রিটার্ন না পাওয়াও আগ্রহ কমিয়ে দিয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ফার্মা ও রসায়ন খাতের ৩৪টি কোম্পানির মধ্যে বর্তমানে ২ হাজার ৫০০ টাকার ওপরে শেয়ার লেনদেন হচ্ছে ২টি শেয়ার। যেগুলো হলো- রেকিট বেনজিকার ৩ হাজার ৪৯৪ টাকায় এবং ম্যারিকো ২ হাজার ৫৮৮ টাকায়।
এরপর ৫০০ টাকার ওপরে রয়েছে ৪টি কোম্পানির শেয়ার। যার মধ্যে রয়েছে লিবরা ইনফিউশন ৭৭০ টাকা, এম্বি ফার্মার ৭৫৫ টাকা, ফার্মা এইড ৫১২ টাকা এবং কোহিনূর কেমিক্যালস ৫০১ টাকা।
২০০-৫০০ টাকার মধ্যে লেনদেন হচ্ছে রেনেটা ৪৯০ টাকা, ইবনে সিনা ২৯৪ টাকা, ওরিয়ন ইনফিউশন ৩৭৬ টাকা ও স্কয়ার ফার্মা ২১৪ টাকা। মোট ৪টি কোম্পানির শেয়ার।
১০০-২০০ টাকার মধ্যে লেনদেন হচ্ছে ৫টি কোম্পানির শেয়ার। যেগুলো মধ্যে রয়েছে- এসিআই ১৭৫ টাকায়, এসিআই ফর্মুলা ১৩২ টাকায়, বিকন ফার্মা ১১১ টাকায়, জেএমআই সিরিঞ্জ ১৩২ টাকায় এবং ওয়াটা কেমিক্যাল ১০৬ টাকায়।
৩০-১০০ টাকার মধ্যে লেনদেন হচ্ছে ৫টি কোম্পানির শেয়ার। সর্বশেষ বেক্সিমকো ফার্মা লেনদেন হয়েছে ৯৩ টাকায়, একমি ল্যাব ৭৪ টাকায়, নাভানা ফার্মা ৫৩ টাকায়, জেএমআই হসপিটাল ৪৯ টাকায়, এশিয়াটিক ল্যাব ৩৪ টাকায়।
১০-৩০ টাকার মধ্যে লেনদেন হচ্ছে ১০টি কোম্পানির শেয়ার। যেগুলো হলো-টেকনো ড্রাগ ২৮ টাকায়, ওরিয়ন ফার্মা ২৮ টাকার নিচে, ফার কেমিক্যাল ২১ টাকার ওপরে, সালভো কেমিক্যাল ২১ টাকা, গ্লোবাল হেভি ২০ টাকার ওপরে, এডভেন্ট ফার্মা ১৪ টাকার ওপরে, সিলকো ফার্মা ১৪ টাকার ওপরে, একমি পেস্টিসাইড ১৩ টাকার নিচে, সেন্ট্রাল ফার্মা ১১ টাকার নিচে, সিলভা ফার্মা ১১ টাকার নিচে।
আর ১০ টাকার নিচে তলানিতে নেমেছে ৪টি কোম্পানির শেয়ার। যেগুলো হলো-ইন্দো বাংলা ফার্মা ১০ টাকায়, এফসি এগ্রো সাড়ে ৯ টাকার নিচে, একটিভ ফাইন সাড়ে ৮ টাকায় ও কেয়া কসমেটিকস ৫ টাকার নিচে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ভারত বনাম অস্ট্রেলিয়া:কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি ফ্রিতে দেখুন(LIVE)
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে জেএমআই হসপিটাল
- নেগেটিভ ইকুইটি মুক্ত করতে মার্জিন ঋণে তালা মারছে বিএসইসি
- এবারও বিনিয়োগকারীদের হতাশ করল মিরাকেল ইন্ডাস্ট্রিজ