ঢাকা, রবিবার, ৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের জুয়া খেলার ভিডিও ভাইরাল

২০২৫ মে ০৪ ২২:১২:০৫
শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের জুয়া খেলার ভিডিও ভাইরাল

ডুয়া ডেস্ক : কক্সবাজারের চকরিয়ার ফাঁসিয়াখালীর রশিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের জুয়া খেলার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, প্রধান শিক্ষক আনোয়ার হোসেন শ্রেণিকক্ষে বেঞ্চে বসে জুয়া খেলছেন। তার পেছনে ব্ল্যাকবোর্ড এবং পাশে স্কাউটের ব্যবহৃত লাল-সবুজ রঙের বাঁশও দেখা যায়।

ভিডিওটি গত শুক্রবার (২ মে) দুপুরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম হয়।

স্থানীয়দের দাবি, প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের বিরুদ্ধে এর আগেও নানা অনিয়ম ও জুয়া খেলার অভিযোগ ছিল, কিন্তু এবার ভিডিওর মাধ্যমে সেসব প্রমাণিত হয়েছে। একজন শিক্ষক হয়ে শ্রেণিকক্ষে এমন কর্মকাণ্ড একেবারেই অনভিপ্রেত বলে তারা মন্তব্য করেন। তাদের প্রশ্ন—এমন শিক্ষক থাকলে শিক্ষার্থীরা কী শিখবে?

অভিযুক্ত প্রধান শিক্ষক আনোয়ার হোসেন অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, “এটি তিন বছর আগের একটি পিকনিকের ভিডিও। মেহেরপুরে ঘুরতে গিয়ে ভিডিওটি ধারণ করা হয় এবং এটি আমার বিদ্যালয়ের শ্রেণিকক্ষও নয়। একটি স্বার্থান্বেষী মহল আমার মানহানি করতে এটি ছড়িয়েছে।”

বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার শাহেদুল মোস্তফা বলেন, “ভিডিওটি দেখার পর আমি অন্যান্য শিক্ষকদের সঙ্গে কথা বলেছি। তারা ভিডিওর সত্যতা স্বীকার করেছেন। আমরা বিষয়টি অভিভাবক সদস্যদের জানিয়েছি এবং প্রয়োজনীয় তদন্ত ও ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”

চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, “ইউএনও বিষয়টি জানানোর পর আমি প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেছি। তিনি এটিকে পুরনো ভিডিও হিসেবে দাবি করেছেন। তারপরও আমরা বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছি।”

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান জানান, “প্রধান শিক্ষকের কর্মকাণ্ড তদন্তের জন্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতিকে দায়িত্ব দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে