ঢাকা, রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২
৪০ হাজার শিক্ষক নিয়োগের প্রস্তুতি নিচ্ছে মন্ত্রণালয়
.jpg)
ডুয়া ডেস্ক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৪০ হাজার সহকারী শিক্ষক নিয়োগের বড় একটি বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি নিচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি বছরেই এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে।
বর্তমানে প্রাথমিক বিদ্যালয়গুলোতে সহকারী শিক্ষক পদে প্রায় ৮ হাজার ৪৩টি শূন্য পদ রয়েছে, যা প্রতিনিয়ত বাড়ছে। এর সঙ্গে আরও যোগ হবে প্রায় ৩০ হাজার সহকারী শিক্ষক, যারা পদোন্নতির মাধ্যমে প্রধান শিক্ষক হবেন। ফলে মোট শূন্যপদের সংখ্যা দাঁড়াবে প্রায় ৪০ হাজার।
মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, সহকারী শিক্ষকদের পদোন্নতি নিয়ে আদালতে মামলাসহ কিছু জটিলতা রয়েছে। সেই জটিলতা নিরসনের পাশাপাশি নতুন নিয়োগ বিধিমালা চূড়ান্ত করার পরই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, চলতি বছরেই এই নিয়োগ প্রক্রিয়া শুরু করা সম্ভব হবে।
নতুন নিয়োগ বিধিমালায় গুরুত্বপূর্ণ একটি প্রস্তাব হলো নারী ও পোষ্য কোটার বাতিলের বিষয়টি। এই বিধিমালা বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মতামতের জন্য পাঠানো হয়েছে। মতামত পাওয়ার পরই চূড়ান্ত নীতিমালা জারি করা হবে।
পদোন্নতি নিয়ে জটিলতার শুরু ২০০৯ সালের একটি মামলার মাধ্যমে, যার কারণে তখন থেকে প্রধান শিক্ষকের শূন্য পদে পদোন্নতি বন্ধ ছিল। যদিও ২০১৪ সালে মামলা নিষ্পত্তি হয়, একই বছরে প্রধান শিক্ষক পদ দ্বিতীয় শ্রেণিতে উন্নীত হওয়ায় বিষয়টি চলে যায় পিএসসির অধীনে এবং আবারও পদোন্নতি আটকে যায়।
২০১৭ সালের ২৩ মে থেকে সহকারী শিক্ষকরা প্রধান শিক্ষকের পদে ‘চলতি দায়িত্ব’ হিসেবে কাজ শুরু করেন। অবশেষে ২০২৩ সালের ৩ আগস্ট লক্ষ্মীপুর জেলার তিন উপজেলার সহকারী শিক্ষকরা পদোন্নতি পান, যা ছিল এই প্রক্রিয়ার বড় অগ্রগতি। এরপর ৬ নভেম্বর পর্যন্ত ১৯টি উপজেলায় মোট ৯৪১ জন শিক্ষক পদোন্নতি পান।
তবে ২০২৪ সালের জানুয়ারিতে চাকরিকাল গণনার একটি মামলায় আবারো স্থবির হয় পদোন্নতির ধারা। বর্তমানে সেই জটিলতা কাটিয়ে অন্তর্বর্তী সরকার বড় আকারে সহকারী শিক্ষক নিয়োগের উদ্যোগ নিচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১'শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন
- ভারতে ঢাবির দুই ছাত্রীর ছবি নিয়ে তোলপাড়, ক্ষোভ
- এক বহুজাতিকের ধাক্কায়ই কেঁপে উঠল শেয়ারবাজার
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- ইপিএস প্রকাশ করার তারিখ জানাল ১৫ প্রতিষ্ঠান
- ডিএনসিসির শিক্ষাবৃত্তি পাবে ২ হাজার শিক্ষার্থী
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স
- শেয়ারবাজারে বড়দের দাপট, ছোটদের পিছুটান
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৪ প্রতিষ্ঠান
- স্কয়ার ফার্মার বাজার মূলধনে নতুন মাইলফলক
- ২৭ জুলাই : শেয়ারবাজারের সেরা ১১ খবর
- বিকালে আসছে ১০ কোম্পানির ইপিএস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৭ প্রতিষ্ঠান
- বিকালে আসছে ২১ কোম্পানির ইপিএস