ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২
রাস্তায় নামছে নতুন রিকশা, নকশা বুয়েটের
ডুয়া ডেস্ক: সড়কে চলাচলকারী ব্যাটারিচালিত রিকশার বিশৃঙ্খলা এবং দুর্ঘটনার ঝুঁকি কমাতে এবার একটি নির্ধারিত মান অনুযায়ী নতুন ই-রিকশা (ব্যাটারিচালিত রিকশা) চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এই রিকশার নকশা করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) যন্ত্রকৌশল বিভাগের একটি দল। স্থানীয় সরকার মন্ত্রণালয় বুয়েটের তৈরি এই নকশা অনুমোদন দিয়েছে এবং এ লক্ষ্যে সংশোধন করা হচ্ছে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০৯।
নতুন আইনে রিকশার কাঠামো, চালকের প্রশিক্ষণ, লাইসেন্স, নিবন্ধন এবং জরিমানার বিধান যুক্ত করা হবে। এতে করে ব্যাটারি রিকশাকে একটি নির্দিষ্ট কাঠামো ও নিয়ন্ত্রণের আওতায় আনা যাবে। খুব শিগগিরই সংশ্লিষ্ট আইনের খসড়া উপদেষ্টা পরিষদে পাঠানো হবে বলে জানা গেছে।
বুয়েটের নকশায় কী থাকছে?
নতুন রিকশার দৈর্ঘ্য হবে ৩.২ মিটার, প্রস্থ ১.৫ মিটার এবং উচ্চতা ২.১ মিটার। এটি ৩২৫ থেকে ৪২৫ কেজি পর্যন্ত ওজন বহন করতে সক্ষম হবে। এতে থাকবে উন্নত ‘হাইড্রোলিক ডিস্ক ব্রেক’ এবং ‘পার্কিং ব্রেক’। চালকের জন্য থাকবে ‘লুকিং গ্লাস’ এবং যাত্রী ও রিকশার নিরাপদ চলাচলের জন্য থাকবে ‘ইন্ডিকেটর’।
রিকশায় থাকবে ছাউনি ও কাচের উইন্ডশিল্ড, যাতে বৃষ্টি ও ধুলাবালি থেকে চালক ও যাত্রী সুরক্ষিত থাকেন। নিরাপদ চলাচলের জন্য রিকশায় যুক্ত থাকবে আধুনিক হেডলাইট, যার মধ্যে থাকবে ‘হাই বিম’, ‘লো বিম’ এবং ‘ডে টাইম রানিং ল্যাম্প (DRL)’।
নিবন্ধন ও নিয়ন্ত্রণ
বর্তমানে প্যাডেল রিকশার নিবন্ধন দেয় সিটি করপোরেশন এবং মোটরচালিত যানবাহনের লাইসেন্স দেয় বিআরটিএ। কিন্তু নতুন আইনে ব্যাটারি রিকশার লাইসেন্স এবং নিবন্ধন দেবে সিটি করপোরেশন। প্রতিটি চালক প্রশিক্ষণ গ্রহণ ও পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর শুধু একটি রিকশা চালানোর অনুমতি পাবেন। ব্যবসায়িক উদ্দেশ্যে একাধিক রিকশা চালানোর সুযোগ থাকবে না।
প্রাথমিকভাবে ঢাকার দুই সিটিতে এ রিকশা চালু হবে এবং পরে তা সারা দেশে বিস্তৃত হবে। প্রতিটি সিটির রিকশার আলাদা রং ও নম্বর থাকবে, যাতে এক শহরের রিকশা অন্য শহরে চলাচল না করতে পারে। রিকশা তৈরির জন্য নির্ধারিত কারখানাগুলোকে অনুমোদন দেবে সরকার এবং সময়মতো নির্ধারিত মূল্যে রিকশা সরবরাহ করতে হবে।
বাংলাদেশ ব্যাংক ও মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (MRA) রিকশা কিনতে ঋণ দেওয়ার ব্যবস্থাও করবে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ জানিয়েছেন, বুয়েটের নকশা অনুযায়ী রিকশা তৈরি ও পরীক্ষা-নিরীক্ষার কাজ চলছে। প্রশিক্ষণপ্রাপ্ত চালকদের জাতীয় পরিচয়পত্রের বিপরীতে একটির বেশি রিকশা লাইসেন্স দেওয়া হবে না।
বর্তমানে চলমান অননুমোদিত ব্যাটারি রিকশাগুলো ধীরে ধীরে উচ্ছেদ করা হবে এবং নতুন মডেলের ই-রিকশা সমান্তরালভাবে চালু হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- ‘নো ডিভিডেন্ড’ ঘোষণার পর শেয়ার দামে রেকর্ড দৌড়