ঢাকা, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২
টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরাও পাবেন উচ্চতর গ্রেড
ডুয়া ডেস্ক: টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পাওয়া সরকারি চাকরিজীবীরাও উচ্চতর গ্রেড পাবেন – এমনই ঐতিহাসিক রায় দিয়েছেন আপিল বিভাগ। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ বুধবার সকালে এই রায় দেন। এর ফলে প্রায় ১৫ লাখ সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এই সুবিধার আওতায় আসবেন।
রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার ইব্রাহিম খলিল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
পেছনের প্রেক্ষাপট২০১৭ সালের ফেব্রুয়ারিতে অর্থ মন্ত্রণালয়ের একটি আদেশ হাইকোর্ট অবৈধ ঘোষণা করে। আদেশে বলা হয়েছিল, যারা দুই বা ততোধিক টাইম স্কেল বা সিলেকশন গ্রেড পেয়েছেন, তারা আর নতুন পে-স্কেল অনুযায়ী উচ্চতর গ্রেড পাবেন না। শুধু একটি টাইম স্কেল বা সিলেকশন গ্রেডপ্রাপ্তরা একটিমাত্র উচ্চতর গ্রেড পাবেন।
এ আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করেন ক্ষুব্ধ সরকারি কর্মচারীরা। হাইকোর্ট তাদের পক্ষে রায় দিলেও তা চূড়ান্ত হয়নি। এবার আপিল বিভাগ তা নিশ্চিত করল।
মূল পে-স্কেলের বিধান
নতুন পে-স্কেল অনুযায়ী, একই পদে ১০ বছর চাকরির পর পদোন্নতি না পেলে একজন সরকারি কর্মচারী স্বয়ংক্রিয়ভাবে ১১তম বছরে একটি এবং ১৭তম বছরে আরও একটি করে সর্বমোট দুটি উচ্চতর গ্রেড পাবেন। এই ব্যবস্থা মূলত পদোন্নতির সীমিত সুযোগ থাকা কর্মচারীদের আর্থিক সুবিধা নিশ্চিত করতে চালু করা হয়।
অর্থ মন্ত্রণালয়ের অবস্থান
২০১৭ সালের ২১ সেপ্টেম্বর জারি করা অর্থ মন্ত্রণালয়ের পরিপত্রে বলা হয়েছিল, টাইম স্কেল বা সিলেকশন গ্রেড পাওয়া কর্মচারীরা নতুনভাবে উচ্চতর গ্রেড পাবেন না। পরিপত্র অনুযায়ী সুবিধাগুলো ২০১৫ সালের ১৫ ডিসেম্বরের আগে কার্যকর হবে না বলেও উল্লেখ ছিল।
এই পরিপত্রের সুস্পষ্ট ব্যাখ্যার অভাবেই বিভ্রান্তি তৈরি হয়েছিল বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- নিয়ন্ত্রক সংস্থার টানাপোড়েনে বিপর্যস্ত ব্যাংক ও শেয়ারবাজার
- বিএনপি মনোনীত প্রার্থীদের ৬ কোম্পানির শেয়ারে ঝলক
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর
- সাপোর্টের রেকর্ড মুনাফা, ১৫ বছরে সর্বোচ্চ ডিভিডেন্ড
- পাঁচ ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- শিক্ষাবৃত্তি: প্রতি মাসে পাবে ৩ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে
- চলতি সপ্তাহে আসছে ৯ কোম্পানির ডিভিডেন্ড
- ব্রাজিল বনাম হন্ডুরাস: ৭ গোলে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল