ঢাকা, বৃহস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

জিয়াউল আহসানের মামলায় সাক্ষ্য দেবেন সাবেক সেনাপ্রধান

২০২৬ জানুয়ারি ০৮ ২৩:০৪:৫১

জিয়াউল আহসানের মামলায় সাক্ষ্য দেবেন সাবেক সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক: গুম ও হত্যার ঘটনায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দেবেন সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান প্রসিকিউটর শাইখ মাহদী।

আজ জিয়াউল আহসানের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আসামিপক্ষের বক্তব্য উপস্থাপনের দিন ধার্য ছিল। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

আসামিপক্ষের অব্যাহতির আবেদনের পর চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বক্তব্য উপস্থাপন করেন। তিনি জিয়াউল আহসানকে পেশাদার অফিসার হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা নিয়ে আসামিপক্ষের সাবমিশন উল্লেখ করেন এবং সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়ার সাক্ষ্যের প্রাথমিক অংশ তুলে ধরেন।

প্রসিকিউটর শাইখ মাহদী বলেন, “ইকবাল করিম ভূঁইয়া যখন সরাসরি আদালতে সাক্ষ্য দেবেন, তখনই বিষয়টি পুরোপুরি পরিষ্কার হবে। আজ আমরা কেবল আমাদের সাক্ষ্যপ্রমাণ থেকে দেখিয়েছি যে, জিয়াউল আহসানকে আসামিপক্ষ যেভাবে একজন প্রফেশনাল অফিসার হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছেন, তার পরিপ্রেক্ষিতে আমরা আদালতে তার বাহিনী প্রধান হিসেবে মনোভাবের একটি অংশই পাঠ করেছি।”

তিনি আরও বলেন, “সাক্ষ্যপ্রমাণ রিড আউট করে আমরা কেবল প্রাথমিক তথ্য তুলে ধরেছি। তবে ইকবাল করিম ভূঁইয়া আদালতে উপস্থিত হয়ে যেসব তথ্য সরাসরি প্রদান করবেন, সেটিই মূল বিবরণ হবে।”

জিয়াউলের বিরুদ্ধে শতাধিক মানুষকে গুম ও হত্যার ঘটনায় তিনটি অভিযোগ এনে গত ১৭ ডিসেম্বর আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছিল প্রসিকিউশন। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে ২০২৪ সালের আগস্টের মাঝামাঝি সময়ে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে গ্রেফতার করা হয়। তিনি ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক ছিলেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত