ঢাকা, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২
বৈষম্য বিরোধী আন্দোলনে সক্রিয় থাকায় মিথ্যা মামলা দেয়া হয়েছে: অভিযোগ ঢাবি শিক্ষার্থীর
.jpg)
ঢাবি প্রতিনিধি: শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় থাকার কারণে 'অবৈধভাবে মিথ্যা মামলার' আসামি করা হয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পরিসংখ্যান বিভাগের সাবেক শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান আকাশ।
তার ভাষ্য, পূর্বশত্রতার জের ধরে ভৈরব উপজেলার মৌটুসী গ্রামে দুপক্ষের সংঘর্ষে কাইয়ুম নামের এক ব্যক্তি মারা গেলে সে মামলায় অবৈধভাবে তাকে সহ তিন শিক্ষার্থীকে মামলায় আসামি করা হয়েছে। অপর দুই শিক্ষার্থী হলেন মোস্তাফিজুর রহমানের ছোট ভাই নাইমুর রহমান সাগর ও ইমন মিয়া।
নাইমুর রহমান ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ইমন মিয়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
বুধবার (২৫ ডিসেম্বর ) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। এ সময় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সহযোগিতা কামনা করেন।
মোস্তাফিজুর রহমান মামলার বাদী ও ভৈরবের তৎকালীন ও সি মোঃ হাসমত উল্লাহর বিরুদ্ধে অভিযোগ করে বলেন, "বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় থাকায় এবং আমাদের ভবিষ্যৎ ধ্বংসের উদ্দেশ্যে নিরপরাধ ছাত্রদেরকে মামলায় আসামি করা হয়েছে।"
এ খুনের মামলায় আসামি করা তিনজন শিক্ষার্থীই নিজ নিজ ক্যাম্পাসে অবস্থান করছিলেন দাবি করে মোস্তাফিজুর রহমান বলেন, "আমরা তিনজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ঘটনার দিন নিজ নিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করছিলাম এবং সে বিষয়ে আমাদের নিজ নিজ বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের এলাকার সংগঠনের প্রত্যয়ন পত্র রয়েছে। "
এ সময় তিনি ভৈরবের তৎকালীন ওসি মো. হাসমত উল্লাহর বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ করে বলেন, "এ মামলা থেকে নাম বাদ দেওয়ার বিষয়ে আলাপ করতে গেলে করেন তিনি ঘুষ দাবি করেন।"
এমতাবস্থায় প্রশাসনের নিকট সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সহযোগিতা ও সুদৃষ্টি কামনা করেন।
এ বিষয়ে জানতে চাইলে ভৈরবের তৎকালীন ওসি মো. হাসমত উল্লাহ বলেন, "ওর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি কখনোই কারো কাছ থেকে ঘুষ দাবি করি নি। আর এখন এই বিষয়টি আমার হাতে নেই তখন আমি তার উপকার ই করতে চেয়েছিলাম।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- লাভেলোর শেয়ার কারসাজি: তিন বিও অ্যাকাউন্টের লেনদেন স্থগিত
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড কার্যকারিতায় বিএসইসির নতুন উদ্যোগ
- একাদশে ভর্তি: চতুর্থ ধাপে আবেদনের সুযোগ
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- শেয়ারবাজারে ধারাবাহিক মুনাফা চান? জেনে নিন ৫ মন্ত্র
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- মালিকানায় পরিবর্তন আসছে ইয়াকিন পলিমারের
- ডিভিডেন্ড বৃদ্ধির আলোচনায় জ্বালানি খাতের ১১ কোম্পানি
- এক শেয়ারের জোরেই সবুজে ফিরল শেয়ারবাজার
- ডিভিডেন্ড দোলাচলে তথ্যপ্রযুক্তির ৮ কোম্পানির বিনিয়োগকারীরা
- শেয়ার কারসাজিতে শ্যালক–দুলাভাইর দেড় কোটি টাকা জরিমানা
- রেকর্ড ডেটে শেয়ার লেনদেন চালুর পরিকল্পনা ডিএসইর
- ধস কাটিয়ে অবশেষে শেয়ারবাজারে উত্থানের স্রোত
- উৎপাদন বাড়াতে নতুন যন্ত্রপাতিতে বিনিয়োগ করছে দুই কোম্পানি