ঢাকা, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২
শেখ হাসিনার বিচার মে মাসেই শুরু : প্রধান উপদেষ্টা
ডুয়া ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলা আগামী মাসে শুরু হবে বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি সম্প্রতি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানান।
এ বিষয়ে প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, "আগামী মাসের প্রথমভাগে, জুলাই-আগস্টের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলার বিচার শুরু হবে। জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে তার অপরাধ প্রমাণিত হয়েছে এবং ভারত থেকে তাকে ফেরত চাওয়ার প্রক্রিয়া চলছে, যদিও এখনো আনুষ্ঠানিকভাবে ভারত থেকে কোনো উত্তর আসেনি।"
নির্বাচন সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, "এ বছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। যদি নির্বাচনের জন্য সংস্কারের তালিকা ছোট হয় তাহলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে পারে। তবে যদি তালিকা বড় হয় তবে আগামী বছরের জুনে নির্বাচন হবে। বাংলাদেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ এবং উদাহরণ সৃষ্টিকারী নির্বাচন উপহার দিতে আমরা কাজ করছি।"
আল জাজিরার উপস্থাপক ড. ইউনূসকে প্রশ্ন করেন, "এটা কি বলা ঠিক হবে যে শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকারের ‘মধুচন্দ্রিমা’ সম্ভবত শেষ হয়ে গেছে?" তিনি আরও বলেন, "বড় কিছু চ্যালেঞ্জ রয়েছে যেগুলোর সুনির্দিষ্ট উত্তর আপনাকে দিতে হবে, বিশেষ করে পুরোনো ক্ষমতাধরদের প্রভাব এবং রাজনৈতিক শূন্যতার সুযোগ নিয়ে অনেকেই এগিয়ে আসতে চায়।"
এ প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, "মধুচন্দ্রিমা শেষ হোক বা না হোক, বাংলাদেশের জনগণ এখনও মনে করে অন্তর্বর্তী সরকার তাদের জন্য একটি ভালো সমাধান। জনগণ তাড়াতাড়ি সরকারের পরিবর্তন চাচ্ছে না। বরং তারা একটি ভালো নির্বাচন দেখতে চায় এবং সেই নির্বাচনের আয়োজন সরকার করছে।"
আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে ড. ইউনূস বলেন, "এই প্রশ্নের একটি অংশ আওয়ামী লীগকেই সিদ্ধান্ত নিতে হবে। তারা আগে নিজেদের সিদ্ধান্ত জানাবে যে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা। তারা এখন পর্যন্ত কিছু জানায়নি।" এছাড়া তিনি আরও বলেন, "নির্বাচনের সময় নির্বাচন কমিশন কী প্রতিক্রিয়া দেয় সেটাও একটি গুরুত্বপূর্ণ বিষয়।"
রোহিঙ্গা সমস্যা নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, "আমরা আন্তর্জাতিক সংস্থা ও জাতিসংঘের সঙ্গে রোহিঙ্গা সমস্যার সমাধান নিয়ে কাজ করছি। রোহিঙ্গাদের নিরাপদে তাদের মাতৃভূমিতে ফিরে যাওয়ার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- নিয়ন্ত্রক সংস্থার টানাপোড়েনে বিপর্যস্ত ব্যাংক ও শেয়ারবাজার
- বিএনপি মনোনীত প্রার্থীদের ৬ কোম্পানির শেয়ারে ঝলক
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর
- সাপোর্টের রেকর্ড মুনাফা, ১৫ বছরে সর্বোচ্চ ডিভিডেন্ড
- পাঁচ ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- শিক্ষাবৃত্তি: প্রতি মাসে পাবে ৩ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে
- চলতি সপ্তাহে আসছে ৯ কোম্পানির ডিভিডেন্ড
- ব্রাজিল বনাম হন্ডুরাস: ৭ গোলে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল