ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের বিশাল সমাবেশ

ডুয়া ডেস্ক: ফিলিস্তিন ইস্যুকে কেন্দ্র করে বড় পরিসরে মাঠে নামার উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। ‘মুভমেন্ট ফর এ ফ্রি প্যালেস্টাইন’ নামে একটি নতুন প্ল্যাটফর্মের ব্যানারে এই সমাবেশ আয়োজনের চেষ্টা চলছে। আওয়ামী লীগের সহযোগী সংগঠন ইসলামিক ফ্রন্ট এই উদ্যোগকে পরোক্ষভাবে সমর্থন দিচ্ছে বলে জানা গেছে।
পরিকল্পনা অনুযায়ী, ২৬ এপ্রিল ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা। এ লক্ষ্যে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার বরাবর চিঠিও পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত অনুমতি মেলেনি। গোয়েন্দা সংস্থাগুলো ইতোমধ্যে মাঠপর্যায়ে তদন্ত শুরু করেছে।
সমাবেশের প্রচারে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় রয়েছেন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন একটি পোস্টে লিখেছেন, "নির্যাতিত ফিলিস্তিনের পাশে বাংলাদেশ,"—এবং সবাইকে ২৬ এপ্রিলের সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। জনপ্রিয় ও বিতর্কিত ইসলামী বক্তা গিয়াস উদ্দিন তাহেরীও এ সমাবেশের পক্ষে প্রচারণা চালিয়েছেন এবং জাকির হোসেনের পোস্টে লাইক দিয়ে সমর্থন জানিয়েছেন।
গোয়েন্দা সূত্রগুলো বলছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা এর আগেও বিভিন্ন ফর্মে মিছিল ও কর্মসূচি পালনের চেষ্টা করেছেন, যার মধ্যে ঝটিকা মিছিলও রয়েছে। পুলিশের নজরদারিতে ইতোমধ্যে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, এই সমাবেশের আড়ালে নাশকতা ঘটানোর পরিকল্পনা থাকতে পারে। সে কারণে পুলিশ বাড়তি সতর্কতা অবলম্বন করছে। আয়োজকদের বিরুদ্ধে নজরদারি আরও জোরদার করা হয়েছে, বিশেষ করে ইসলামিক ফ্রন্টের নেতাদের উপর।
সমাবেশ আয়োজনের জন্য আয়োজকরা ১৫ এপ্রিল ডিএমপির কাছে চিঠি জমা দেন। তবে তাদের সাথে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের একটি ছবি ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে। এ বিষয়ে আয়োজকদের একজন, আব্দুল হাকিম, মন্তব্য করতে রাজি হননি।
ডিএমপির এক অতিরিক্ত কমিশনার জানিয়েছেন, আয়োজকদের অতীত রেকর্ড ও রাজনৈতিক সংযোগ যাচাই-বাছাই চলছে। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে—সোহরাওয়ার্দী উদ্যানে এমন কোনো সমাবেশ আয়োজনের অনুমতি দেওয়া হবে না।
পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো ২৬ এপ্রিলের দিনটি ঘিরে সর্বোচ্চ সতর্ক রয়েছে, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। সবার উপর নজর রাখা হচ্ছে এবং প্রয়োজন হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার
- ভালুকায় প্রথম পাঁচতারা হোটেল চালু করছে বেস্ট হোল্ডিংস