ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
জাতিসংঘের ২ আঞ্চলিক সংস্থায় নির্বাচিত বাংলাদেশ

ডুয়া ডেস্ক: বাংলাদেশ জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (ইউএনইএসসিএপি)-এর অধীন দুটি মর্যাদাপূর্ণ আঞ্চলিক সংস্থার গভর্নিং কাউন্সিলে সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ইউএনইএসসিএপি’র ৮১তম অধিবেশনে এ নির্বাচনী জয় বাংলাদেশের কূটনৈতিক অগ্রগতির এক গুরুত্বপূর্ণ নিদর্শন।
নির্বাচনে বাংলাদেশ তিন বছরের জন্য এশিয়া-প্যাসিফিক ট্রেনিং সেন্টার অন আইসিটি ফর ডেভেলপমেন্ট (এপিসিআইসিটি) এবং এশিয়া-প্যাসিফিক সেন্টার ফর দ্য ডেভেলপমেন্ট অব ডিজাস্টার ইনফরমেশন ম্যানেজমেন্ট (এপিডিআইএম)-এর গভর্নিং কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়।
উদ্বোধনী অধিবেশনে জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি-জেনারেল ও ইউএনইএসসিএপি’র নির্বাহী সচিব আর্মিদা সালসিয়াহ আলিশাবানা এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রাসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। নেপালের পররাষ্ট্রমন্ত্রী অধিবেশনের সভাপতি এবং বাংলাদেশের অর্থ উপদেষ্টার বিশেষ সহকারী সহ-সভাপতি নির্বাচিত হন।
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস অধিবেশনে একটি ভিডিও ভাষণে আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানান। তিনি "তিনটি শূন্য" – শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন নিঃসরণ – এর ওপর ভিত্তি করে একটি টেকসই ভবিষ্যতের জন্য বাংলাদেশ যে দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে তা তুলে ধরেন।
বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন অর্থ উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী। তার সঙ্গে ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী।
অধিবেশনে বাংলাদেশ ‘স্থিতিশীল ও টেকসই নগর উন্নয়নে আঞ্চলিক সহযোগিতা’ বিষয়ক আলোচনায় সক্রিয় ভূমিকা রাখে। ড. আনিসুজ্জামান চৌধুরী স্মার্ট, সবুজ ও স্থিতিশীল নগরায়ণে বিনিয়োগ বাড়াতে সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানান।
শীষ হায়দার চৌধুরী এবং শাহরিয়ার কাদের ছিদ্দিকী যথাক্রমে বহুমুখী পরিবহন ব্যবস্থা, জলবায়ু অর্থায়ন এবং আঞ্চলিক অংশীদারিত্বের গুরুত্ব তুলে ধরেন। তারা উন্নয়নশীল দেশগুলোর জন্য জ্ঞান বিনিময় ও কারিগরি সহায়তা বাড়ানোর আহ্বান জানান।
এছাড়াও, বাংলাদেশ প্রতিনিধিদল ইউএনইএসসিএপি’র নির্বাহী সচিবের সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেয়, যেখানে আইসিটি ও আঞ্চলিক সক্ষমতা বৃদ্ধিসহ বিভিন্ন সহযোগিতামূলক বিষয়ে আলোচনা হয়।
বাংলাদেশ এই দুটি গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হওয়াকে আন্তর্জাতিক পরিসরে দেশের নেতৃত্বের প্রতি আস্থা ও স্বীকৃতির প্রতিফলন হিসেবে দেখছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- ভালুকায় প্রথম পাঁচতারা হোটেল চালু করছে বেস্ট হোল্ডিংস
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার