ঢাকা, সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

৬ ওভারে ৩ উইকেট হারিয়ে কঠিন চাপে বাংলাদেশ

২০২৫ এপ্রিল ২৩ ১২:২৪:২১

৬ ওভারে ৩ উইকেট হারিয়ে কঠিন চাপে বাংলাদেশ

ডুয়া ডেস্ক: চতুর্থ দিনের খেলা শুরুতে ১১২ রানের লিড ও হাতে ৬ উইকেট—সিলেট টেস্টে বাংলাদেশ মোটামুটি ভালো অবস্থানেই ছিল। কিন্তু দিনের শুরুতেই ঝটকা দিয়েছে জিম্বাবুয়ের দুই পেসার, যা বড় ধাক্কা হয়ে এসেছে টাইগারদের জন্য।

খেলার প্রথম ৭ ওভারের মধ্যেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় স্বাগতিকরা। দিনের দ্বিতীয় বলেই বিদায় নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এরপর দ্রুত ফিরে যান মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলাম—এই দুই ব্যাটার আউট হন মাত্র ৮ বলের ব্যবধানে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ২১৮ রান, লিড দাঁড়িয়েছে ১৩৬ রানে। উইকেটে রয়েছেন জাকের আলি ও হাসান মাহমুদ।

বুধবার (২৩ এপ্রিল) বৃষ্টির কারণে খেলা নির্ধারিত সময়ে শুরু হয়নি। কিন্তু খেলা শুরুর পরেই ভয়ংকর রূপে হাজির হন ব্লেসিং মুজারাবানি। কোনো রান না করেই শান্তকে ফেরান তিনি। অফ স্টাম্পের বাইরের শর্ট বল পুল করতে গিয়ে এজ হয়ে বল উঠে যায়, ফাইন লেগে সহজ ক্যাচ নেন ভিক্টর নিয়াউচি।

শেষ স্বীকৃত ব্যাটার হিসেবে নামা মেহেদি হাসান মিরাজও খুব বেশি সময় টিকতে পারেননি। মুজারাবানির গতির সামনে অসহায় হয়ে ক্যাচ দেন গালিতে থাকা ব্রায়ান বেনেটকে। ১৫ বলে ১১ রান করে ফেরেন তিনি, একই সঙ্গে মুজারাবানি পূর্ণ করেন তার ক্যারিয়ারের তৃতীয় ফাইফার।

এরপর এক ওভার যেতে না যেতেই রিচার্ড এনগারাভার বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে যান তাইজুল ইসলাম।

প্রথম সেশনের শুরুতেই এমন বিপর্যয়ে পড়ায় ফের চাপের মুখে বাংলাদেশ।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

দুপুরে জরুরি বৈঠকে বসছে উপদেষ্টা পরিষদ

দুপুরে জরুরি বৈঠকে বসছে উপদেষ্টা পরিষদ

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের নজর এখন গণভোটের সিদ্ধান্তে। আজ সোমবার দুপুরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে... বিস্তারিত