ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২
শিক্ষার্থীদের শান্ত থাকতে বললেন পুলিশ
ডুয়া নিউজ: দু’দিন পরপরই ঢাকা সিটি কলেজ ও ঢাকা কলেজের মধ্যে সংঘর্ষ বাঁধে। ফের দুই কলেজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে কোনো ধরনের সংঘর্ষে না জড়িয়ে নিজ নিজ ক্যাম্পাসে ফিরে যেতে এবং শান্ত থাকতে ঢাকা কলেজ এবং সিটি কলেজ শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছে পুলিশ। একই সঙ্গে এখন পরিস্থিতি আগের চেয়ে স্বাভাবিক এবং শান্ত রয়েছে বলেও জানানো হয়েছে।
আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেলে সাইন্সল্যাব মোড়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন এসব কথা বলেন।
তিনি বলেন, “গতকালের একটি ঘটনার ভুল বোঝাবুঝির পরিপ্রেক্ষিতেই আজকের সংঘর্ষের সূত্রপাত হয়েছে। গতকাল ঢাকা কলেজের একজন শিক্ষার্থীকে সাইন্সল্যাব এলাকায় মারধর করা হয়েছে। যার জন্য ঢাকা কলেজ শিক্ষার্থীরা মনে করেছেন এর সঙ্গে সিটি কলেজের শিক্ষার্থীরা জড়িত। সেই জেরেই আজকে সংঘর্ষের সূত্রপাত হয়েছে।”
তিনি আরও বলেন, “এখন পরিস্থিতি শান্ত, দুটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই তাদের ক্যাম্পাসে ফিরে গিয়েছেন। আমরা তাদের সংঘর্ষ থেকে নিভৃত করেছি। তবে এখনই পুলিশ প্রটোকল উঠিয়ে নেওয়া হবে না। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পুরো এলাকা জুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করে যাবেন।”
এছাড়া, আজকের সংঘর্ষের সময় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও জানান তিনি।
অন্যদিকে, পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ায় ধানমন্ডি ২ নম্বর সড়ক ও মিরপুর সড়কে সীমিত পরিসরে যান চলাচল শুরু হয়েছে। যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যদের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতে দেখা গেছে।
এর আগে দুপুরে ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে সংঘর্ষের সূচনা হয়। এ ঘটনায় দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আহত হওয়ার খবর পাওয়া গেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- এবারও বিনিয়োগকারীদের হতাশ করল মিরাকেল ইন্ডাস্ট্রিজ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক