ঢাকা, বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২
মেজর সিনহা হত্যা মামলার আপিল শুনানি শুরু বুধবার
ডুয়া ডেস্ক: কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও দণ্ডপ্রাপ্ত আসামিদের আপিলের শুনানি আগামী বুধবার (২৩ এপ্রিল) থেকে শুরু হচ্ছে।
সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে মঙ্গলবার (২২ এপ্রিল) প্রকাশিত কার্যতালিকায় দেখা গেছে, বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ শুনানি গ্রহণ করবেন। বুধবার সকাল সাড়ে ১০টা থেকে শুনানি শুরু হবে এবং নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চলবে।
প্রধান বিচারপতির নির্দেশে মামলাটি নিষ্পত্তির জন্য উক্ত বেঞ্চে পাঠানো হয়েছে। একই সঙ্গে এই মামলাটি অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
২০২০ সালের ১৩ ডিসেম্বর র্যাব আদালতে ১৫ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করে। তদন্তে সিনহা হত্যাকে 'পরিকল্পিত হত্যাকাণ্ড' হিসেবে উল্লেখ করা হয়। পরে ২০২২ সালের ৩১ জানুয়ারি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল মামলার রায় ঘোষণা করেন।
রায়ে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ এবং পরিদর্শক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে এসআই নন্দদুলাল রক্ষিত, কনস্টেবল রুবেল শর্মা ও সাগর দেব, এবং স্থানীয় তিন ব্যক্তি—নুরুল আমিন, মোহাম্মদ আইয়াজ ও মো. নিজাম উদ্দিন—কে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। অপর সাতজন আসামিকে খালাস দেওয়া হয়।
২০২২ সালের ৮ ফেব্রুয়ারি ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে মৃত্যুদণ্ড নিশ্চিত করার জন্য। পাশাপাশি কারাগারে থাকা দণ্ডপ্রাপ্ত আসামিরাও আপিল করেন।
এই মামলার পরবর্তী আইনি কার্যক্রম সবার নজর কাড়বে বলে ধারণা করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- ইপিএস প্রকাশ করেছে বঙ্গজ
- ইপিএস প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল
- ইপিএস প্রকাশ করেছে সিভিও পেট্রোক্যামিকেল
- কর্পোরেট পরিচালকের ১৫ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন
- প্রাথমিকের ভাইভা শুরু কবে, লাগবে যেসব কাগজপত্র
- ‘জেড’ ক্যাটাগরিতে নামল দেশ গার্মেন্টস