ঢাকা, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২
মেজর সিনহা হত্যা মামলার আপিল শুনানি শুরু বুধবার

ডুয়া ডেস্ক: কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও দণ্ডপ্রাপ্ত আসামিদের আপিলের শুনানি আগামী বুধবার (২৩ এপ্রিল) থেকে শুরু হচ্ছে।
সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে মঙ্গলবার (২২ এপ্রিল) প্রকাশিত কার্যতালিকায় দেখা গেছে, বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ শুনানি গ্রহণ করবেন। বুধবার সকাল সাড়ে ১০টা থেকে শুনানি শুরু হবে এবং নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চলবে।
প্রধান বিচারপতির নির্দেশে মামলাটি নিষ্পত্তির জন্য উক্ত বেঞ্চে পাঠানো হয়েছে। একই সঙ্গে এই মামলাটি অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
২০২০ সালের ১৩ ডিসেম্বর র্যাব আদালতে ১৫ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করে। তদন্তে সিনহা হত্যাকে 'পরিকল্পিত হত্যাকাণ্ড' হিসেবে উল্লেখ করা হয়। পরে ২০২২ সালের ৩১ জানুয়ারি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল মামলার রায় ঘোষণা করেন।
রায়ে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ এবং পরিদর্শক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে এসআই নন্দদুলাল রক্ষিত, কনস্টেবল রুবেল শর্মা ও সাগর দেব, এবং স্থানীয় তিন ব্যক্তি—নুরুল আমিন, মোহাম্মদ আইয়াজ ও মো. নিজাম উদ্দিন—কে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। অপর সাতজন আসামিকে খালাস দেওয়া হয়।
২০২২ সালের ৮ ফেব্রুয়ারি ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে মৃত্যুদণ্ড নিশ্চিত করার জন্য। পাশাপাশি কারাগারে থাকা দণ্ডপ্রাপ্ত আসামিরাও আপিল করেন।
এই মামলার পরবর্তী আইনি কার্যক্রম সবার নজর কাড়বে বলে ধারণা করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সম্ভাবনার নতুন দিগন্তে শেয়ারবাজারের খান ব্রাদার্স
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ১১ কোম্পানিতে
- মূলধন ঘাটতিতে দুই ব্রোকারেজ হাউজ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- চলতি বছর শেয়ারবাজারে আসছে রাষ্ট্রায়াত্ব দুই প্রতিষ্ঠান
- মার্জারের সাফল্যে উজ্জ্বল ফার কেমিক্যাল
- সাকিবের মোনার্কসহ ৮ ব্রোকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- তালিকাভুক্ত কোম্পানির ১৫ লাখ শেয়ার কেনার ঘোষণা
- বিমা আইন সংস্কার: বিনিয়োগ ও আস্থায় নতুন দিগন্ত
- শেয়ারবাজারে তালিকাভুক্তির পর প্রথম ‘নো ডিভিডেন্ড’
- শেয়ারবাজারে রেকর্ড: বছরের সর্বোচ্চ দামে ১৭ কোম্পানি
- তিন শেয়ারের অস্বাভাবিক দাম বৃদ্ধি, ডিএসইর সতর্কবার্তা
- ডেনিম উৎপাদন বাড়াতে এভিন্স টেক্সটাইলসের বড় পরিকল্পনা
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- ব্যাখ্যা শুনতে ডাকা হচ্ছে শেয়ারবাজারের পাঁচ ব্যাংককে
- ব্যাংকিং খাতে এমডিদের পদত্যাগের ঢেউ: সুশাসনের সংকট স্পষ্ট