ঢাকা, রবিবার, ২০ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২
এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে শতাধিক বহিষ্কার
.jpg)
ডুয়া নিউজ: এসএসসি ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিনে মোট ১০১ জনকে বহিষ্কার করা হয়েছে। এদের মধ্যে ৮৩ জন পরীক্ষার্থী এবং ১৮ জন পরিদর্শক রয়েছেন। এদিন অনুপস্থিত ছিলেন ২৮ হাজার ৯৪৩ জন পরীক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও কমিটির সভাপতি অধ্যাপক খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
দ্বিতীয় দিনে এসএসসিতে ইংরেজি প্রথম পত্র, দাখিলে আরবি দ্বিতীয় পত্র এবং এসএসসি ও দাখিল ভোকেশনালের গণিত-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল ১৭ লাখ ৫৭ হাজার ৩৬ জন শিক্ষার্থীর, তবে অংশ নেন ১৭ লাখ ২৪ হাজার ৯৩ জন।
৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসির ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় ২ হাজার ২৮২টি কেন্দ্রের মধ্যে ৩১ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। এর মধ্যে ঢাকা বোর্ডে ৯ জন, রাজশাহীতে ১ জন, কুমিল্লায় ৩ জন, চট্টগ্রামে ১ জন, বরিশালে ৪ জন, দিনাজপুরে ৫ জন ও ময়মনসিংহে ৮ জন বহিষ্কৃত হন।
এই পরীক্ষায় ১৩ লাখ ৫৭ হাজার ৫৯৩ জন অংশ নেওয়ার কথা থাকলেও ১৩ লাখ ৪১ হাজার ৯৬৫ জন পরীক্ষায় অংশ নেন। অনুপস্থিত ছিলেন ১৫ হাজার ৬২৮ জন।
মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষার আরবি দ্বিতীয় পত্রে ১৬ জন পরীক্ষার্থী ও ৩ জন পরিদর্শক বহিষ্কৃত হয়েছেন। এদিন অংশ নিয়েছেন ২ লাখ ৪৭ হাজার ৮৮৯ জন। অনুপস্থিত ছিলেন ১০ হাজার ৪৯০ জন।
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ভোকেশনালের গণিত-২ পরীক্ষায় ৩৬ জন পরীক্ষার্থী ও ১৫ জন পরিদর্শক বহিষ্কৃত হন। অংশগ্রহণের কথা ছিল ১ লাখ ৩৭ হাজার ৬৪ জনের। তবে পরীক্ষা দিয়েছেন ১ লাখ ৩৪ হাজার ২৩৯ জন। অনুপস্থিত ছিলেন ২ হাজার ৮২৫ জন।
উল্লেখ্য, এবছর নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে মোট ১৯ লাখ ২৮ হাজার পরীক্ষার্থী। এর মধ্যে সাধারণ বোর্ডে ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন, মাদ্রাসায় ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন এবং কারিগরি বোর্ডে ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন পরীক্ষার্থী রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বল্প মূল্যে কম্পিউটার স্কিল ট্রেনিং কোর্সে ভর্তির সুযোগ, আসন সীমিত
- ডুয়া নিউজের বিশেষ প্রতিযোগিতা, পুরস্কার ১ লক্ষ ৫০ হাজার টাকা!
- যারা বৃত্তি পাবে না, তাদের জন্য পার্ট-টাইম জবের চিন্তা-ভাবনা
- শেয়ারবাজারে তানিয়া শারমিন ও মাহবুব মজুমদার ৫ বছরের জন্য নিষিদ্ধ
- শেয়ারবাজারের ৩ প্রতিষ্ঠানের ২৯৬ কোটি টাকা মানি লন্ডারিং
- শেয়ারের অস্বাভাবিক দামের জন্য ডিএসইর সতর্কবার্তা
- ঢাবি অ্যালামনাই ও নিউ হরাইজন কানাডিয়ান স্কুলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- জুলাই স্মৃতি জাদুঘর: টেন্ডার ছাড়াই ১১১ কোটি টাকার কাজ পেল দুই প্রতিষ্ঠান
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তার
- ইপিএস ঘোষণার তারিখ জানাল দুই কোম্পানি
- ‘শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই’
- শেয়ারের অস্বাভাবিক দাম নিয়ে ডিএসইর সতর্কতা
- শেয়ার কারসাজিকারীদের শাস্তি ১০ বছর করার প্রস্তাব
- নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে: দুদু
- চাঙ্গা বাজারের নেপথ্যে চার স্টার শেয়ার