ঢাকা, সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

আয়ারল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের দুর্দান্ত জয়

২০২৫ এপ্রিল ১৩ ২৩:৪৬:৫০

আয়ারল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের দুর্দান্ত জয়

ডুয়া নিউজ: নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে আয়ারল্যান্ডের বিপক্ষে এক সময় হারের শঙ্কা তৈরি হলেও রিতু মনির অসাধারণ ব্যাটিংয়ে দারুণ এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী দল।

২৩৬ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ১০০ রান তুলতেই ৫ উইকেট হারিয়েছিল লাল-সবুজের মেয়েরা। সেখান থেকে রিতুর নেতৃত্বে দুর্দান্ত প্রত্যাবর্তনে ২ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নেয় টাইগ্রেসরা।

পাকিস্তানে অনুষ্ঠিত ছয় দলের বাছাইপর্বে এটি বাংলাদেশের টানা দ্বিতীয় জয়। প্রথম ম্যাচে থাইল্যান্ডকে বড় ব্যবধানে হারানোর পর এবার রোমাঞ্চকর জয় তুলে নিলো তারা, যা বিশ্বকাপের পথে বড় ধাক্কা সামলে আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিল।

রবিবার (১৩ এপ্রিল) লাহোরে আইরিশদের দেওয়া ২৩৬ রানের লক্ষ্য তাড়ায় শারমিন আক্তার (২৪) ও নিগার সুলতানা জ্যোতি (৫১) ছাড়া কেউই দুই অঙ্কের রান পেরোতে পারেননি টপ অর্ডারে। কিন্তু শেষদিকে ছয়, সাত ও আট নম্বরে নামা রিতু মনি (৬৭*), ফাহিমা খাতুন (২৮) ও জান্নাতুল ফিরদুস (১৯) হাল ধরেন।

শেষ দিকে ১৮৬ রানে ৮ উইকেট হারানো অবস্থায় রিতু ও নাহিদা আক্তার (১৮*) ৩৩ বলে গড়েন ৫৬ রানের ম্যাচজয়ী জুটি। রিতু ৬১ বলে ৬টি চার ও একটি ছক্কায় অপরাজিত ৬৭ রানে দলের হিরো হন।

এর আগে, টসে জিতে ব্যাট করতে নামা আয়ারল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে তোলে ২৩৫ রান—বাংলাদেশের বিপক্ষে তাদের সর্বোচ্চ সংগ্রহ। লরা ডিলানি করেন ৬৩, ওরলা প্রেন্ডারগাস্ট ৪১ ও অ্যামি হান্টার ৩৩ রান।

বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন রাবেয়া খান (৩ উইকেট)। ফাহিমা খাতুন ২ উইকেট, জান্নাতুল ফিরদুস ১ উইকেট ও দুটি রানআউটে অবদান রাখে টাইগ্রেসরা।

এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ, যা বিশ্বকাপে খেলার পথে তাদের সম্ভাবনা আরও জোরালো করল।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

দুপুরে জরুরি বৈঠকে বসছে উপদেষ্টা পরিষদ

দুপুরে জরুরি বৈঠকে বসছে উপদেষ্টা পরিষদ

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের নজর এখন গণভোটের সিদ্ধান্তে। আজ সোমবার দুপুরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে... বিস্তারিত