ঢাকা, বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২
আকস্মিক এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যেতে পারেন শিক্ষা উপদেষ্টা
ডুয়া ডেস্ক: সারাদেশে আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। সকাল ১০টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত। এ সময় পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে যেতে পারেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল (সি আর) আবরার। তবে তিনি ঠিক কোন কেন্দ্রে যাবেন, তা আগাম জানাননি বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সিরাজ-উদ-দৌলা খান জানান, “শিক্ষা উপদেষ্টা পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যাবেন কি না, সে বিষয়ে আমাদের কিছু নিশ্চিত করা হয়নি। তবে তিনি যাবেন না, সেটাও বলা হয়নি।”
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবিরও বলেন, “উপদেষ্টা কেন্দ্র পরিদর্শনে যাবেন বলে আমাদের কিছু জানানো হয়নি।”
তবে শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, উপদেষ্টার দপ্তর থেকে পরীক্ষাকেন্দ্র পরিদর্শনের ইঙ্গিত পাওয়া গেছে। কোন কেন্দ্রে তিনি যাবেন সে বিষয়ে এখনো চূড়ান্ত কিছু জানানো হয়নি।
এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী সংখ্যা ১৯ লাখ ২৮ হাজার ২৮১ জন। দেশজুড়ে ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৩ হাজার ৭৪৯টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। সরকারের পক্ষ থেকে সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে পরীক্ষা আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
শিক্ষা বোর্ডগুলোর প্রকাশিত সময়সূচি অনুযায়ী, প্রথম দিনে ৯টি সাধারণ বোর্ডের অধীনে বাংলা প্রথম পত্র, মাদরাসা বোর্ডে কুরআন মাজিদ ও তাজবিদ এবং কারিগরি বোর্ডে বাংলা-২ (দাখিল ও ভোকেশনাল) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
গত বছরের তুলনায় এ বছর পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৯৫ হাজার ৯১১ জন কমেছে। ২০২৪ সালে পরীক্ষার্থী ছিলেন ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, তালিকা দেখুন এখানে
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস-ডিভিডেন্ড প্রকাশ করবে ১৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- নবম পে-স্কেল ২০২৫: ২০টি গ্রেডের পূর্ণাঙ্গ বেতন তালিকা প্রকাশ
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাতেই হতে পারে প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল, যেভাবে দেখবেন
- দর সংশোধনের মাঝেও ফুরফুরে বিনিয়োগকারীরা
- ইপিএস প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল