ঢাকা, রবিবার, ২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২
আকস্মিক এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যেতে পারেন শিক্ষা উপদেষ্টা
ডুয়া ডেস্ক: সারাদেশে আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। সকাল ১০টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত। এ সময় পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে যেতে পারেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল (সি আর) আবরার। তবে তিনি ঠিক কোন কেন্দ্রে যাবেন, তা আগাম জানাননি বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সিরাজ-উদ-দৌলা খান জানান, “শিক্ষা উপদেষ্টা পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যাবেন কি না, সে বিষয়ে আমাদের কিছু নিশ্চিত করা হয়নি। তবে তিনি যাবেন না, সেটাও বলা হয়নি।”
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবিরও বলেন, “উপদেষ্টা কেন্দ্র পরিদর্শনে যাবেন বলে আমাদের কিছু জানানো হয়নি।”
তবে শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, উপদেষ্টার দপ্তর থেকে পরীক্ষাকেন্দ্র পরিদর্শনের ইঙ্গিত পাওয়া গেছে। কোন কেন্দ্রে তিনি যাবেন সে বিষয়ে এখনো চূড়ান্ত কিছু জানানো হয়নি।
এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী সংখ্যা ১৯ লাখ ২৮ হাজার ২৮১ জন। দেশজুড়ে ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৩ হাজার ৭৪৯টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। সরকারের পক্ষ থেকে সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে পরীক্ষা আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
শিক্ষা বোর্ডগুলোর প্রকাশিত সময়সূচি অনুযায়ী, প্রথম দিনে ৯টি সাধারণ বোর্ডের অধীনে বাংলা প্রথম পত্র, মাদরাসা বোর্ডে কুরআন মাজিদ ও তাজবিদ এবং কারিগরি বোর্ডে বাংলা-২ (দাখিল ও ভোকেশনাল) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
গত বছরের তুলনায় এ বছর পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৯৫ হাজার ৯১১ জন কমেছে। ২০২৪ সালে পরীক্ষার্থী ছিলেন ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে জেএমআই হসপিটাল