ঢাকা, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২
আন্দোলনের মুখে ৩ দিন সময় চাইলো পিএসসি

ডুয়া ডেস্ক: ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানো সম্ভব কিনা, এই বিষয়ে সিদ্ধান্ত নিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) তিন দিনের সময় চেয়েছে। পিএসসি কর্তৃক এই সময় চাওয়ার পর আন্দোলনরত বিসিএস পরীক্ষার্থীরা জানিয়ে দিয়েছেন যে, শুক্রবার (১১ এপ্রিল) বিকেল ৫টার মধ্যে যদি ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ পেছানোর সিদ্ধান্ত না জানানো হয় তাহলে তারা সরাসরি এক দফা আন্দোলনে নামবেন। এই আন্দোলনের মূল দাবি হবে পিএসসি চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সদস্যদের পদত্যাগ।
মঙ্গলবার (৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে পিএসসি কার্যালয়ে চেয়ারম্যানের সঙ্গে একটি বৈঠক শেষে পরীক্ষার্থীরা এসব কথা জানান।
এর আগে বিভিন্ন বিসিএস পরীক্ষার্থী পিএসসি কার্যালয়ে ঢুকে অবস্থান নিয়েছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর টহল টিম উপস্থিত হয়। বিকেল ৩টার দিকে বিক্ষুব্ধ পরীক্ষার্থীদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন পিএসসি চেয়ারম্যান ড. মোবাশ্বের মোনেম।
এ সময় বাইরে অবস্থানরত পরীক্ষার্থীরা জানান, পিএসসি গতকাল ৮ মে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরুর তারিখ ঘোষণা করেছে। তবে তারা এই তারিখে পরীক্ষা দিতে অস্বীকৃতি জানিয়ে বলেন, ফেসবুক পেজে পরীক্ষার সম্ভাব্য তারিখ মে মাসের শেষ সপ্তাহে জানানো হয়েছিল। সুতরাং তারা প্রস্তুতি নিচ্ছিলেন সেই অনুযায়ী। কিন্তু হঠাৎ ঈদের আগে পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে, যা তাদের কাছে অযৌক্তিক মনে হচ্ছে।
তারা আরও জানান, ৪০তম বিসিএসের ভাইভা চলছে এবং ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা হয়ে গেলেও ফলাফল এখনও জানানো হয়নি। এমন অবস্থায় ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা আয়োজন দ্রুত করা হচ্ছে, যা তাদের জন্য অসুবিধাজনক। বিশেষভাবে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা এক মাস পর অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এছাড়া এক পরীক্ষার্থী বলেন, এক মাসের নোটিশে ৯০০ নম্বরের লিখিত পরীক্ষা দেয়া কতটা যুক্তিযুক্ত? তারা চান, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা জুন মাসে অনুষ্ঠিত হোক। পাশাপাশি ৪০তম বিসিএসের ফলাফলও জুনের আগে প্রকাশ করতে হবে, যাতে পরীক্ষার্থীরা একই সময়ে বিভিন্ন বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ না করেন।
অন্যদিকে কিছু পরীক্ষার্থী পিএসসি চেয়ারম্যানের কাছে অভিযোগ জানিয়ে বলেন, তিনি সংবাদ মাধ্যমে বলেছেন যারা আন্দোলন করছেন তারা দুর্বল পরীক্ষার্থী এবং অযোগ্য। তাদের মতে, পিএসসি চেয়ারম্যানের এই মন্তব্য নিন্দনীয় এবং তিনি এটি প্রত্যাহার করতে বাধ্য।
মো. আবিদুল ইসলাম নামের এক শিক্ষার্থী বলেন, ৪৪তম বিসিএসের ভাইভা ২২ এপ্রিল এবং ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা ৮ মে, দুটিই একসাথে হওয়ার কারণে তিনি এবং অনেক পরীক্ষার্থী বিপদে পড়েছেন। তাদের মতে, পিএসসি এই ধরনের সিদ্ধান্তে মেধাবীদের সঙ্গে অন্যায় করছে।
বৈঠকে অংশগ্রহণকারী সিয়াম নামে এক পরীক্ষার্থী জানিয়েছেন, পিএসসি তিন দিনের সময় চেয়েছে এবং পরীক্ষার্থীরা এই সময় মেনে নিয়েছেন। তবে আগামী শুক্রবার বিকেল ৫টার মধ্যে পরীক্ষার তারিখ পেছানো না হলে তারা সরাসরি পিএসসি চেয়ারম্যানসহ সদস্যদের পদত্যাগের দাবিতে আন্দোলনে নামবেন।
সিয়াম ঘোষণা করেছেন, পরবর্তী কর্মসূচি হিসেবে শুক্রবার জুম্মা নামাজের পর আন্দোলনরত বিসিএস পরীক্ষার্থীরা আবার পিএসসি কার্যালয়ে উপস্থিত হবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- লাভেলোর শেয়ার কারসাজি: তিন বিও অ্যাকাউন্টের লেনদেন স্থগিত
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড কার্যকারিতায় বিএসইসির নতুন উদ্যোগ
- একাদশে ভর্তি: চতুর্থ ধাপে আবেদনের সুযোগ
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- শেয়ারবাজারে ধারাবাহিক মুনাফা চান? জেনে নিন ৫ মন্ত্র
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- মালিকানায় পরিবর্তন আসছে ইয়াকিন পলিমারের
- ডিভিডেন্ড বৃদ্ধির আলোচনায় জ্বালানি খাতের ১১ কোম্পানি
- এক শেয়ারের জোরেই সবুজে ফিরল শেয়ারবাজার
- ডিভিডেন্ড দোলাচলে তথ্যপ্রযুক্তির ৮ কোম্পানির বিনিয়োগকারীরা
- শেয়ার কারসাজিতে শ্যালক–দুলাভাইর দেড় কোটি টাকা জরিমানা
- চার কোম্পানির আর্থিক অনিয়মের দায়ে নিষিদ্ধ হচ্ছে ৬ নিরীক্ষা প্রতিষ্ঠান
- রেকর্ড ডেটে শেয়ার লেনদেন চালুর পরিকল্পনা ডিএসইর
- ধস কাটিয়ে অবশেষে শেয়ারবাজারে উত্থানের স্রোত