ঢাকা, রবিবার, ৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল কবে, জানালেন পিএসসি চেয়ারম্যান

২০২৫ এপ্রিল ০৮ ১৭:১৯:১৯
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল কবে, জানালেন পিএসসি চেয়ারম্যান

ডুয়া ডেস্ক: বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম জানিয়েছেন, ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল আগামী ৩০ জুনের মধ্যে প্রকাশ করা হবে। তিনি মঙ্গলবার (৮ এপ্রিল) পিএসসির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান।

পিএসসি চেয়ারম্যান বলেন, "৪৪তম বিসিএস দ্রুত শেষ করার জন্য আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি। ৪৪তম বিসিএসের ভাইভা ১৭ জুনের মধ্যে শেষ হবে এবং ভাইভা শেষে ৩০ জুনের মধ্যে চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।"

এছাড়া ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে চাকরিপ্রার্থীরা মঙ্গলবার পিএসসির সামনে বিক্ষোভ প্রদর্শন করেছেন। তারা দাবি করেছেন, ৪৪তম বিসিএসের ভাইভা শেষ হওয়ার পরেই ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে, যা তাদের জন্য সমস্যার সৃষ্টি করছে।

এই বিষয়ে পিএসসি চেয়ারম্যান বলেন, "যারা প্রস্তুতি নিচ্ছেন তারা আগে থেকেই প্রস্তুতি নিয়েছেন এবং তারা একসাথে দুটি সিলেবাস পড়েই পরীক্ষার প্রস্তুতি নিতে পারেন। অতএব পরীক্ষা পেছানোর দাবি যৌক্তিক মনে হচ্ছে না।"

চাকরিপ্রার্থীরা অভিযোগ করেছেন, ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা ২০২৪ সালের ২২ ডিসেম্বর শুরু হয় এবং ছয় মাসের বেশি সময় পার হলেও এখনও অনেক প্রার্থীর ভাইভা শেষ হয়নি। তারা উদ্বেগ প্রকাশ করেছেন যে, বর্তমান গতিতে চললে ভাইভা শেষ হতে আরও এক বছর সময় লাগতে পারে। এর মধ্যে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা রয়েছে, যা নিয়ে অনেক প্রার্থী প্রস্তুতির বিষয়ে দুশ্চিন্তায় আছেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন
ট্যাগ: ৪৪ বিসিএস

পাঠকের মতামত:

চাকরি এর সর্বশেষ খবর

চাকরি - এর সব খবর



রে