ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
ঈদের মাঠে মুসল্লিদের ওপর ছাত্রলীগ-যুবলীগের হামলা

ডুয়া ডেস্ক: জামালপুর সদরের বুখুঞ্জা জান্নাতুন নূর জামে মসজিদ ঈদগাহ মাঠে মুসল্লিদের ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার (৩১ মার্চ) সকাল ৯টায় মাঠে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নামাজের সময় নির্ধারিত হওয়া ৯টায় মুসল্লিরা মাঠে উপস্থিত হন। তাদের মধ্যে আলী আকবর নামক একজন প্রস্তাব দেন, দুজন ইমামকে একে একে খুতবা পাঠ এবং নামাজ আদায়ের দায়িত্ব দিতে। তবে এলাকার আওয়ামী লীগ নেতা শামসুল আলম তরফদার এই প্রস্তাব নাকচ করে দেন এবং জানান যে, যিনি মিম্বারে আছেন, তিনি নামাজ শেষ করবেন। এই প্রতিবাদে মুসল্লিরা ক্ষুব্ধ হয়ে মাঠ থেকে উঠে আসেন।
এরপর, যুবলীগ নেতা সোহাগ, সাবেক ছাত্রলীগ নেতা সাইদুর এবং শামসুল আলম তরফদারের উসকানিতে ছাত্রলীগ নেতা হিরু, রাজু ও তাদের সঙ্গীরা বাঁশের লাঠি নিয়ে হামলা চালায়। হামলায় সামাদ নামে এক বৃদ্ধ আঘাতপ্রাপ্ত হন এবং তাকে রক্ষা করতে গিয়ে আরও কয়েকজন আহত হন। হামলাকারীরা ঈদগাহ মাঠেই নামাজ আদায় করে, অন্যদিকে অপরপক্ষ মসজিদে নামাজ শেষ করেন।
নামাজ শেষে হামলাকারীরা আবারও এক নারীকে মারধর করে। জেলা ছাত্রদলের নেতা আলী আকবর কালবেলা অভিযোগ করেছেন, এই হামলার পেছনে আওয়ামী লীগের নেতাদের ইন্ধন রয়েছে। এর আগে শামসুল আলমসহ ১৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হলেও কোনো কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়নি।
অন্যদিকে, জেলা যুবলীগ নেতা সোলাই জাহান সোহাগ ঘটনার সঙ্গে তাদের সংশ্লিষ্টতা অস্বীকার করেছেন এবং দাবি করেছেন যে, কমিটি নিয়ে বিরোধের জেরে ধাক্কাধাক্কি হয়েছে।
এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক জানিয়েছেন, এ বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার
- বিসিএসে স্বতন্ত্র বিভাগে অন্য বিভাগ অন্তর্ভুক্তির প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ