ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
মায়ের সঙ্গে ছবি শেয়ার করে তারেক রহমানের বার্তা

ডুয়া নিউজ: উন্নত চিকিৎসার জন্য বর্তমানে লন্ডনে অবস্থান করছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সেখানে তিনি ছেলে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে এবারের পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন।
রবিবার (৩০ মার্চ) রাতে তারেক রহমান ফেসবুকে একটি ছবি পোস্ট করে বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলিমদের উদ্দেশ্যে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, "ঈদ মোবারক।"
তিনি আরও বলেন, "বাংলাদেশের জনগণ দীর্ঘ ১৭ বছর ধরে একটি মুক্ত ও গণতান্ত্রিক দেশে ঈদ উদযাপনের অপেক্ষায় ছিলেন। ২০২৪ সালে সেই স্বপ্ন পূরণ হয়েছে ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে। দুই হাজারের বেশি প্রাণের বিনিময়ে বাংলাদেশ স্বৈরাচারের শৃঙ্খল থেকে মুক্ত হয়েছে। প্রায় দুই দশক পর এবার আমরা একটি স্বাধীন দেশে ঈদ উদযাপন করছি।"
তারেক রহমান আন্দোলনে শহীদদের স্মরণ করে বলেন, "আমি আল্লাহর কাছে দোয়া করি, যাঁরা দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য জীবন দিয়েছেন এবং যাঁরা এখনও সেই সংগ্রামের ক্ষত বয়ে চলেছেন, তাঁদের জন্য রহমত বর্ষিত হোক।"
তিনি দলীয় নেতাকর্মী ও জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশের স্বৈরাচারমুক্ত প্রথম ঈদের আনন্দ সবাই ভাগাভাগি করুন, বিশেষ করে সেই পরিবারগুলোর সঙ্গে, যারা তাদের প্রিয়জন হারিয়েছে অথবা গুরুতর ক্ষতির শিকার হয়েছে।
তিনি আরও বলেন, যাদের সামর্থ্য আছে, তারা যেন স্থানীয় অসহায় মানুষ ও এতিমদের পাশে দাঁড়ান, যাতে তারা ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়।
তারেক রহমান ঈদযাত্রায় মানুষের হয়রানি রোধে পরিবহন মালিক ও শ্রমিকদের প্রতি অতিরিক্ত ভাড়া না নেওয়ার আহ্বান জানান, যেন সবাই নির্বিঘ্নে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে পারেন।
এ ছাড়া তিনি দেশবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে বলেন, "আমরা যখন ঈদ উদযাপন করছি, তখন কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাতে পারে। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, যেন তাদের ষড়যন্ত্র সফল না হয়।"
তিনি দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি ঈদের সময় নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান, যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।
তারেক রহমান বলেন, "আমি আল্লাহর কাছে দোয়া করি—স্বাধীন বাংলাদেশের এই প্রথম ঈদ যেন সবার জন্য শান্তি, ঐক্য ও আনন্দ বয়ে আনে। ঈদ মোবারক।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- ভালুকায় প্রথম পাঁচতারা হোটেল চালু করছে বেস্ট হোল্ডিংস
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার