ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, গুরুতর আহত চালক

ডুয়া ডেস্ক : ময়মনসিংহের গৌরীপুরে চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় ট্রেনের চালক হাফিজুর রহমান মারাত্মকভাবে আহত হয়েছেন। এতে ট্রেনটি গৌরীপুর জংশনে ফিরে আসে। এ ঘটনা ঘটে বৃহস্পতিবার (২৭ মার্চ) রাত ১১টার দিকে।
ট্রেনের চালক হাফিজুর রহমান জানান, বিজয় এক্সপ্রেস ট্রেনটি গৌরীপুর জংশন থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রাত ১১টা ৩ মিনিটে ছেড়ে যায়। ট্রেনটি এক মিনিট চলার পর স্টেশনের আবাসিক কোয়ার্টার এলাকা অতিক্রম করার সময় দুর্বৃত্তরা ট্রেনের ডানপাশে পাথর ছোড়ে। এর ফলে তিনি চোখে ও ঠোঁটে গুরুতর আঘাত পান এবং সামনে কিছু দেখতে পান না।
তিনি আরও জানান, ঘটনার সময় ৩-৪ জন যুবক ছিল, যাদের বয়স ১৫ থেকে ২০ বছরের মধ্যে হতে পারে।
ট্রেনের লোকোমাস্টার এনামুল কবীর জানান, চালক আহত হওয়ার কারণে ট্রেনটি পুনরায় গৌরীপুর জংশনে ফিরিয়ে আনা হয় এবং চালককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে, ময়মনসিংহ থেকে অন্য একজন চালক আসার পর ট্রেনটি আবার চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়।
ট্রেনের পরিচালক আমিনুল ইসলাম জানান, ইঞ্জিনের ডানপাশের জানালার কাঁচ ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে ট্রেনের অন্যান্য অংশে কোনো ক্ষতি হয়নি। ১৫টি কোচের ট্রেনটি ৫০০ জনেরও বেশি যাত্রী নিয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছিল।
গৌরীপুর রেলওয়ে জংশনের স্টেশনমাস্টার সফিকুল ইসলাম জানান, গৌরীপুর জংশনের হোম সিগন্যালের কাছে দাঁড়িয়ে থাকা দুর্বৃত্তরা চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ করেছিল। এর ফলে ট্রেনটি ১ ঘণ্টা ৪৩ মিনিট বিলম্ব হয় এবং রাত ১২টা ৪৩ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে আবার ছেড়ে যায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার
- ভালুকায় প্রথম পাঁচতারা হোটেল চালু করছে বেস্ট হোল্ডিংস