ঢাকা, রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

মৃত্যুর মুখ থেকে ফিরে যে বার্তা দিলেন তামিম ইকবাল

ডুয়া নিউজ- খেলাধুলা
২০২৫ মার্চ ২৫ ১৭:১০:০১
মৃত্যুর মুখ থেকে ফিরে যে বার্তা দিলেন তামিম ইকবাল

ডুয়া ডেস্ক: গত ২৪ ঘণ্টা আগে তামিম ইকবাল জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তের সাক্ষী হয়েছিলেন। দু’বার হার্ট অ্যাটাকের পর তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছিল। পরে হার্টে ব্লক ধরা পড়ায় তাকে একটি রিং পরানো হয়। তবে চিকিৎসকরা জানিয়েছিলেন যে তিনি পুরোপুরি ঝুঁকিমুক্ত নন। আজ সকালে সেই শঙ্কা অনেকটাই কেটে গেছে। মৃত্যুর কাছ থেকে ফিরে এসে তিনি প্রার্থনাকারী মানুষের উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন।

তামিম তার অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে সকলের প্রতি ভালোবাসা এবং পরস্পর সহানুভূতির গুরুত্ব তুলে ধরেছেন। সাবেক বাংলাদেশ অধিনায়ক যখন মৃত্যুর সঙ্গে লড়ছিলেন তখন তার অতীতে করা কিছু মানবিক কাজও সামনে এসেছে। এক বিশেষ ঘটনার উল্লেখ করে তিনি লিখেছেন, “দুই বছর আগে রোজার সময় আমি অনুপের কাছে গিয়েছিলাম। সেদিন জানতে পারলাম, তার বাবা ৪ বছরেও হার্ট অপারেশন করাতে পারেননি।”

তামিম আরও বলেন, “হৃদয়ের স্পন্দন আমাদের জীবন রক্ষা করে। কিন্তু এই স্পন্দন কখনও আমাদের না জানিয়ে থেমে যেতে পারে—এই বিষয়টি আমরা অনেক সময় ভুলে যাই। গতকাল দিনটি শুরু করার সময় কি আমি জানতাম, কী হতে চলেছে?”

মানুষের ভালোবাসা ও দোয়ার কথা স্মরণ করে তামিম বলেন, “আল্লাহর অশেষ রহমত আর সকলের দোয়ায় আমি ফিরে এসেছি। আমি সৌভাগ্যবান যে, এই বিপদের সময়ে আমার পাশে কিছু অসাধারণ মানুষ ছিলেন, যাদের বিচক্ষণতা ও প্রচেষ্টায় আমি এই বিপদ কাটিয়ে ফিরেছি।”

তামিম সবাইকে বিপদের সময়ে একে অপরের পাশে দাঁড়ানোর আহবান জানিয়ে বলেন, “এমন কিছু ঘটনা আমাদের বাস্তবতা মনে করিয়ে দেয়, যে জীবন আসলে কতটা ছোট। এই ছোট জীবনে আমরা যদি আর কিছু করতে না পারি, তবে একে অপরের বিপদে পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় কাজ।”

তিনি আরও যোগ করেন, “আপনাদের সবাইকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা এবং ভালোবাসা। দয়া করে আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের ভালোবাসা ছাড়া আমি তামিম ইকবাল কিছুই নই।”

উল্লেখ্য, গত সোমবার ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম। বুকে ব্যথা অনুভব করার পর তাকে সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে নেয়া হয়। সেখানে পরীক্ষা করে জানা যায়, তামিম দু’বার হার্ট অ্যাটাক করেছেন এবং তার হার্টে ব্লক ধরা পড়ার পর রিং পরানো হয়। তবে আজ সকাল থেকে তার অবস্থার উন্নতি হয়েছে এবং চিকিৎসকরা জানিয়েছেন, আগামী তিন মাস তাকে পর্যবেক্ষণে রাখা হবে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

কমলোএলপি গ্যাসের দাম

কমলোএলপি গ্যাসের দাম

১২ কেজি এলপি গ্যাসের দাম কমেছে। ভোক্তাপর্যায়ে এ সিলিন্ডারের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২৭৩ টাকা, যা পূর্বের... বিস্তারিত