ঢাকা, রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২
ভারত ম্যাচের কয়েক ঘণ্টা আগে বাংলাদেশ দলে দুঃসংবাদ

ডুয়া ডেস্ক: আর মাত্র কয়েক ঘণ্টা পর শিলংয়ে এশিয়ান কাপ বাছাই ম্যাচে ভারতের বিরুদ্ধে বাংলাদেশর খেলা শুরু হবে। এরই মধ্যে দুঃসংবাদ পায় বাংলাদেশ শিবির। ম্যাচ শুরুর আগে দুই দলকেই ২৩ জন ফুটবলারের নাম ঘোষণা করতে হয়। মিডফিল্ডার কাজেম শাহকে ছাড়াই বাংলাদেশ ফুটবল দলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করতে হয়েছে।
যদিও হ্যাভিয়ের ক্যাবরেরা ভারতে আসার সময় একজন অতিরিক্ত ফুটবলার নিয়ে এসেছিলেন। তাই ম্যাচের আগে একজনকে বাদ দেওয়ার বিষয়টি অনুমেয় ছিল। ২৮ ফেব্রুয়ারি ঢাকায় ক্যাম্প শুরু হওয়ার পর থেকেই কাজেম দলের সঙ্গে ছিলেন। তবে ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে তাকে বাদ পড়তে হয়েছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পক্ষ থেকে ২৩ জনের চূড়ান্ত স্কোয়াড এখনো প্রকাশ করা হয়নি। তবে দলের সূত্রে জানা গেছে, কাজেম পারফরম্যান্সের কারণে নয়, ইনজুরির কারণে বাদ পড়েছেন। কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা প্রথমে অন্য একজন ফুটবলারকে বাদ দেওয়ার পরিকল্পনা করেছিলেন। তবে কাজেমের হ্যামস্ট্রিংয়ে ব্যথা বেশি হওয়ায় শেষ পর্যন্ত সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়েছে। যদিও আরও কয়েকজন ফুটবলারের হালকা চোট রয়েছে তবুও তারা খেলার জন্য প্রস্তুত।
কাজেম সাবেক ক্রিকেটার হালিম শাহ’র ছেলে এবং জন্মগ্রহণ করেছেন বাংলাদেশে, তবে বেড়ে উঠেছেন কানাডায়। সেখানে পড়াশোনা ও ফুটবল খেলার পাশাপাশি তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলে জাতীয় দলের ডাকে সাড়া দিয়েছেন এবং জাতীয় দলের হয়ে খেলেছেন।
ম্যাচ শুরুর আগেই একাদশ ঘোষণা না করা হলেও কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ম্যাচের কয়েক ঘণ্টা আগে দলের একাদশ ঘোষণা করতে পারেন। স্থানীয় সময় বিকেল সাড়ে চারটার পর বাংলাদেশ দল হোটেল থেকে স্টেডিয়ামের উদ্দেশে রওনা দেবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১'শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন
- ভারতে ঢাবির দুই ছাত্রীর ছবি নিয়ে তোলপাড়, ক্ষোভ
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- ইপিএস প্রকাশ করার তারিখ জানাল ১৫ প্রতিষ্ঠান
- ডিএনসিসির শিক্ষাবৃত্তি পাবে ২ হাজার শিক্ষার্থী
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স
- শেয়ারবাজারে বড়দের দাপট, ছোটদের পিছুটান
- স্কয়ার ফার্মার বাজার মূলধনে নতুন মাইলফলক
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৪ প্রতিষ্ঠান
- ২৭ জুলাই : শেয়ারবাজারের সেরা ১১ খবর
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৭ প্রতিষ্ঠান
- বিকালে আসছে ১০ কোম্পানির ইপিএস
- বিকালে আসছে ২১ কোম্পানির ইপিএস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে প্রগতি লাইফ ইন্সুরেন্স