ঢাকা, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২
শতাধিক গাড়ি নিয়ে সারজিসের শোডাউন, জনমনে টাকার উৎস নিয়ে প্রশ্ন
.jpg)
ডুয়া প্রতিবেদক: পঞ্চগড়ে শতাধিক গাড়ি নিয়ে নানা জায়গায় পথসভা করেছেন জাতীয় নাগরিক কমিটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। সোমবার (২৪ মার্চ) তিনি এসব পথসভা করেন। দেবীগঞ্জ উপজেলার বিজয় চত্বরে আয়োজিত পথসভায় তিনি জনগণের উদ্দেশ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।
তবে সারজিসের শতাধিক গাড়ির বহর এবং শোডাউন নিয়ে নেটিজেনরা নানান মন্তব্য করছেন। নতুন বন্দোবস্তের কথা উল্লেখ করে অনেকে ক্ষোভ প্রকাশ করেন। কেউ কেউ সারজিসের এ শোডাউন আয়োজনের অর্থের উৎস নিয়েও প্রশ্ন তুলেন। টিউশনির টাকায় গাড়ির শোডাউন বলেও অনেককে বিদ্রুপ করতে দেখা যায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সহ-সমন্বয়ক মুক্তার এক ফেসবুক স্ট্যাটাসে বলেন, শতাধিক গাড়ি দিয়ে সারজিস ভাইয়ের এই শোডাউনের আমি বিরোধীতা করলাম! জনগণের কাছে পৌছানোর আরও অনেক রাস্তা ছিল।স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ এখন টাকার উৎস জানতে চাইবে। আর সাধারণ মানুষকে রাস্তায় রেখে নিজে গাড়িতে চড়ে জনগণের পালস বুঝা যাবে? নতুন রাজনৈতিক বন্দোবস্ত এভাবে বিতর্কিত করার অধিকার কারো নেই।
আব্দুল্লাহ হিল বাকী নামে এক একটিভিস্ট ফেসবুকে লিখেন, শোডাউন চলছে। সবাই যেভাবে হাহা রিএক্ট দিচ্ছে সারজিস ভোটে জিতে আসলে পারলে সবাই হাহা রিএক্ট তুলে নিবে? তবে নতুন বন্দোবস্ত বলতে আসলে কিছু নাই। এলাকায় ভোটের রাজনীতি মনে হয় এটাই।
পিংকু আলম নামে এক ব্যক্তি লিখেন, সারজিস আলমের নতুন রাজনৈতিক বন্দোবস্তো। নির্বাচনের আগে শো ডাউন আর মহড়ার রাজনীতি। নির্বাচনের সময় ভোটকেন্দ্র দখল, খুনাখুনির রাজনীতি। বাংলাদেশে ১৯৭৩ এর পর থেকে এই নোংরা রাজনীতিই চলমান আছে। নাহিদ-সার্জিসের নতুন দলও মনে হয় এর বাইরে যেতে পারবে না। সার্জিস কিছুদিন আগেই বলেছিলো পকেটে দুই-তিন হাজার টাকা থাকে। ধার করে চলতে হয়। এতো বড় শো ডাউনের অর্থ সে কোথায় পেলো? অবশ্য কিছুদিন আগেই তার কাছের মানুষজন ৪০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে অভিযুক্ত হয়।
রুজানা খানম নামে আরেক ব্যক্তি লিখেন, সারজিস সিস্টেম পাল্টাতে বলেছিলাম সিস্টেমের ভেতর ঢুকতে বলিনাই ছোট ভাই। আমাদের উত্তরবঙ্গের আশার আলো তুমি ভাই। অন্তত এইবার আশা রেখেছিলাম অবহেলিত উত্তরবঙ্গ একজন যোগ্য নেতা পেয়েছে। তুমিও সেই পুরান রাজনীতির রাস্তায় হাঁটছো।
তবে সারজিস আলম এসব বিষয়ে কোনো কথা বলেননি।দেবীগঞ্জ উপজেলার বিজয় চত্বরে পথসভায় সারজিস বলেন, কথা নয় আমরা কাজ করে দেখাতে চাই। আগামীর বাংলাদেশ কেউ আর দলের নাম দেখে বা মার্কা দেখে ভোট দেবে না। এতদিন সাধারণ মানুষকে নেতারা বিভিন্নভাবে ব্যবহার করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা করেছে বিএসআরএম লিমিটেড
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত ৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত তিন কোম্পানি
- ১৪ অক্টোবর: এক নজরে শেয়ারবাজারের ২০ খবর
- ইপিএস প্রকাশ করেছে ৮ কোম্পানি
- শেয়ারবাজার স্থিতিশীল রাখতে এক হাজার কোটি টাকা পাচ্ছে আইসিবি
- ১০ কোম্পানির কারণে ৩ মাস পেছনে গেল শেয়ারবাজার