ঢাকা, রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২
প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিল গণমাধ্যম সংস্কার কমিশন, যা রয়েছে প্রস্তাবে
ডুয়া ডেস্ক: গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে। আজ (শনিবার) যমুনায় কমিশনের সদস্যরা এটি জমা দেন।
প্রতিবেদন জমা দেওয়ার পর ব্রিফিংয়ে এর বিস্তারিত তুলে ধরেন মিশন প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক কামাল আহমেদ। তিনি বলেন, কমিশন কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব দিয়েছে। এর মধ্যে একটি প্রস্তাব হল, এক প্রতিষ্ঠান একটি মাত্র গণমাধ্যমের মালিক হতে পারবে। এ ছাড়া বাসসকে জাতীয় সম্প্রচার সংস্থার সঙ্গে একীভূত করার প্রস্তাবও করা হয়েছে।
কামাল আহমেদ আরও জানান, কমিশনের প্রস্তাবনায় "ওয়ান হাউস, ওয়ান মিডিয়া" নীতির কথা উল্লেখ করা হয়েছে, যেখানে বাংলাদেশ টেলিভিশন ও বেতারকে স্বায়ত্তশাসন দিয়ে দুটি প্রতিষ্ঠানের সমন্বয়ে একটি জাতীয় সম্প্রচার সংস্থা গঠন করার কথা বলা হয়েছে। এই সংস্থাকে স্বায়ত্তশাসন দিয়ে পরিচালনা করতে হবে।
এছাড়া প্রতিবেদনে বিসিএস ক্যাডারদের ৯ম গ্রেডের বেতন এবং সাংবাদিকদের শুরুর বেতন মিলিয়ে করার সুপারিশ করা হয়েছে। সাংবাদিকদের জন্য "ঢাকা ভাতা" দেওয়ারও প্রস্তাব করা হয়েছে। সাংবাদিকতায় যোগ্যতা হিসেবে ন্যূনতম স্নাতক পাসের শর্ত রাখা হয়েছে এবং শিক্ষানবিশ সাংবাদিক হিসেবে এক বছর কাজ করার পরে প্রমোশন দেওয়ার প্রস্তাব রয়েছে।
কমিশন প্রধান আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সাংবাদিকতা সুরক্ষা আইন তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে এবং সেই আইনের খসড়াও প্রস্তুত করা হয়েছে। তিনি জানান, সরকারি বিজ্ঞাপন পাওয়ার যোগ্যতা থাকা ৬০০ পত্রিকা রয়েছে। তবে বাস্তবে ৫২টি পত্রিকা প্রকাশিত হচ্ছে। এই পত্রিকাগুলো সরকারি বিজ্ঞাপন গ্রহণে প্রতারণা করছে।
এছাড়া কামাল আহমেদ গণমাধ্যমে কালো টাকা প্রবেশের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন এবং জানান, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে গণমাধ্যম মালিকানা দেওয়া হচ্ছে, যেখানে জনস্বার্থের কোনও বিষয় নেই।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কমিশনের অন্য সদস্যরা— ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতিআরা নাসরীন, দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ, অ্যাটকো প্রতিনিধি অঞ্জন চৌধুরী, নোয়াব সচিব আখতার হোসেন খান, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, যমুনা টেলিভিশনের সিইও ফাহিম আহমেদ, বাংলাদেশ টেলিভিশনের সাবেক উপ মহাপরিচালক কামরুন নেসা হাসান, মিডিয়া সাপোর্ট নেটওয়ার্কের আহ্বায়ক সাংবাদিক জিমি আমির, ডেইলি স্টারের বগুড়া জেলা প্রতিনিধি মোস্তফা সবুজ, বিজনেস স্ট্যান্ডার্ডের ডেপুটি এডিটর টিটু দত্ত গুপ্ত এবং শিক্ষার্থী প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- নিয়ন্ত্রক সংস্থার টানাপোড়েনে বিপর্যস্ত ব্যাংক ও শেয়ারবাজার
- বিএনপি মনোনীত প্রার্থীদের ৬ কোম্পানির শেয়ারে ঝলক
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর
- সাপোর্টের রেকর্ড মুনাফা, ১৫ বছরে সর্বোচ্চ ডিভিডেন্ড
- হরলিকসের জোয়ারে ইউনিলিভারের মুনাফায় দুর্দান্ত প্রত্যাবর্তন
- বিএনপির মনোনয়নে শেয়ারবাজারে ঝড় তুলেছে তিন কোম্পানি