ঢাকা, শনিবার, ২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

১৫ বছরের মধ্যে উত্তরা ব্যাংকের সর্বোচ্চ ডিভিডেন্ড ঘোষণা

ডুয়া নিউজ- শেয়ারবাজার
২০২৫ মার্চ ১৯ ১১:৩৬:৪৭
১৫ বছরের মধ্যে উত্তরা ব্যাংকের সর্বোচ্চ ডিভিডেন্ড ঘোষণা

ডুয়া নিউজ: শেয়ারবাজারে তালিকাভুক্ত উত্তরা ব্যাংক পিএলসি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ৩৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ১৭ দশমিক ৫০ শতাংশ ক্যাশ এবং ১৭ দশমিক ৫০ শতাংশ বোনাস ডিভিডেন্ড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, গত ১৫ বছরের মধ্যে কোম্পানিটি এ বছর সর্বোচ্চ পরিমাণ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর আগে ২০০৯ সালে ৫০ শতাংশ বোনাস ডিভিডেন্ড ঘোষণা করেছিল।

সমাপ্ত অর্থবছরে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (কনস্যুলেটেড ইপিএস) হয়েছে ৫ টাকা ৭৭ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৩ টাকা ৮৪ পয়সা।

আলোচ্য সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩২ টাকা ৭ পয়সা। আগের বছর যা ছিল ২৭ টাকা ৫৯ পয়সা।

ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১২ মে ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ এপ্রিল।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত