ঢাকা, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২
শেয়ারবাজারে অনিয়ম রোধে আসছে নতুন আইপিও নীতিমালা

ডুয়া ডেস্ক : প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) এর খসড়া নীতিমালা আগামী সপ্তাহে চূড়ান্ত হতে পারে। চলতি সপ্তাহে স্টক এক্সচেঞ্জ, মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশনসহ অন্যান্য সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে বৈঠক করে তাদের মতামত গ্রহণ করবে সংস্কার কমিটি।
এরপর মতামতের ভিত্তিতে চূড়ান্ত খসড়া প্রস্তুত করা হবে এবং তা শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের কাছে পাঠানো হবে।
জানা গেছে, খসড়া নীতিমালায় আইপিও প্রক্রিয়ার কিছু পরিবর্তন আনার প্রস্তাব রয়েছে। বিশেষত, অডিটর ও ইস্যু ম্যানেজারদের জবাবদিহি রাখতে নতুন প্রস্তাবনা দেয়া হয়েছে। অতীতে একে অপরের ওপর দায় চাপিয়ে দায়িত্ব এড়ানোর চেষ্টা করা হতো, কিন্তু নতুন নিয়ম অনুযায়ী প্রত্যেককেই তাদের কাজের জন্য দায়ী থাকতে হবে। যদি কোনো কোম্পানির আর্থিক বিবরণীতে অনিয়ম পাওয়া যায়, তবে শুধু অডিটরকেই নয়, কোম্পানির বোর্ডকেও তার জন্য দায়ী করা হবে।
এছাড়া, শেয়ারদর নির্ধারণ, লক-ইন পদ্ধতি, স্টক এক্সচেঞ্জের ক্ষমতা ইত্যাদি বিষয়ও খসড়া নীতিমালায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী, স্টক এক্সচেঞ্জ কোম্পানির তালিকাভুক্তির আবেদন মূল্যায়ন করবে এবং আর্থিক বিবরণীসহ অন্যান্য বিষয় পর্যালোচনা করে তার মূল্যায়ন বিএসইসি এর কাছে পাঠাবে। বিএসইসি সেই মূল্যায়নের ভিত্তিতে তালিকাভুক্তির অনুমোদন দেবে।
আইপিও খসড়ায় শেয়ার দর নির্ধারণের জন্য নতুন সুপারিশও রয়েছে। বুকবিল্ডিং পদ্ধতিতে শেয়ার বিক্রির আগে কিছু নতুন শর্ত রাখা হয়েছে, যা শেয়ারের সঠিক মূল্য নির্ধারণে সহায়ক হবে। এছাড়া, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য শেয়ার বিক্রির সময় লক-ইন প্রথা পুনরায় চালু করার প্রস্তাব করা হয়েছে।
শেয়ারবাজারে কোম্পানির তালিকাভুক্তিতে অনেক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। আইনের ফাঁকফোকর দিয়ে দুর্বল কোম্পানিগুলো তালিকাভুক্ত হয়েছে এবং বিশেষ কিছু গোষ্ঠীকে সুবিধা দেয়ার অভিযোগ রয়েছে। এসব বিষয় মাথায় রেখে সংস্কার কমিটি আইপিও খসড়া তৈরি করছে।
আগামী সপ্তাহে খসড়া নীতিমালা চূড়ান্ত হওয়ার পর, বিএসইসি তা পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড কার্যকারিতায় বিএসইসির নতুন উদ্যোগ
- শেয়ার কারসাজিতে ৫ বিনিয়োগকারীকে ১৩ কোটি টাকা জরিমানা
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- শেয়ারবাজারে ধারাবাহিক মুনাফা চান? জেনে নিন ৫ মন্ত্র
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- কৃত্রিম চাপে শেয়ারবাজারে অস্থিরতা, সহসা পুনরুদ্ধারের সম্ভাবনা
- এক কোম্পারি অস্থিরতায় শেয়ারবাজারে তোলপাড়
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং
- একাদশে ভর্তি: চতুর্থ ধাপে আবেদনের সুযোগ
- মালিকানায় পরিবর্তন আসছে ইয়াকিন পলিমারের
- এক শেয়ারের জোরেই সবুজে ফিরল শেয়ারবাজার
- শেয়ারবাজারে প্রসারিত হচ্ছে টেকসই বিনিয়োগের নতুন দিগন্ত
- ধস কাটিয়ে অবশেষে শেয়ারবাজারে উত্থানের স্রোত
- রেকর্ড ডেটে শেয়ার লেনদেন চালুর পরিকল্পনা ডিএসইর