ঢাকা, শনিবার, ২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২
বিএসইসির পরিচালক গ্রেপ্তার, কারাগার থেকে জামিন

ডুয়া নিউজ: শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ও কমিশনারদের সঙ্গে অশোভন আচরণ এবং অরাজকতার অভিযোগে বিএসইসির পরিচালক আবু রায়হান মো. মোহতাছিন বিল্লাহ (৫১) গ্রেফতার করেছেন পুলিশ।
শুক্রবার (১৪ মার্চ) আদালত তাকে কারাগারে পাঠায়। আগের দিন ভোরে পটুয়াখালীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এমনটি জানিয়েছেন শেরেবাংলানগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাইয়ুম। তবে শুক্রবার বিকালেই তাকে জামিন দেওয়া হয় বলে জানান তিনি।
ওসি বলেন, অভিযুক্তদের ধরতে প্রতিদিন অভিযান চালানো হচ্ছে এবং এই অভিযানে মোহতাছিন বিল্লাহ গ্রেফতার হন।
এর আগে ৬ মার্চ রাতে বিএসইসি চেয়ারম্যানের গানম্যান মো. আশিকুর রহমান বাদী হয়ে শেরে বাংলা নগর থানায় ১৬ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছিলেন। তখনকার ওসি গোলাম আজম বলেছিলেন, প্রাথমিক তদন্ত চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে তিন দিন পার হলেও কোনো আসামিকে গ্রেফতার করা হয়নি। এই কারণে ওসি গোলাম আজমকে সরিয়ে নতুন ওসি হিসেবে আব্দুল কাইয়ুম যোগদান করেন এবং তারই নেতৃত্বে একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
মামলায় অভিযুক্ত ১৬ আসামির মধ্যে রয়েছেন, বিএসইসির সাবেক নির্বাহী পরিচালক সাইফুর রহমান (৫৮), নির্বাহী পরিচালক মাহবুবুল আলম (৫৭), নির্বাহী পরিচালক রেজাউল করিম (৫৪), পরিচালক আবু রায়হান মো. মোহতাছিন বিল্লাহ (৫১), অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম (৫০), যুগ্মপরিচালক রাশেদুল ইসলাম (৪৮), উপপরিচালক বনী ইয়ামিন (৪৫), উপপরিচালক আল ইসলাম (৩৮), উপপরিচালক শহিদুল ইসলাম (৪২), উপপরিচালক তৌহিদুল ইসলাম (৩২), সহকারী পরিচালক জনি হোসেন (৩১), সহকারী পরিচালক রায়হান কবীর (৩০), সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন (৩০), সহকারী পরিচালক আব্দুল বাতেন (৩২), লাইব্রেরিয়ান মো. সেলিম রেজা বাপ্পী (৩১) এবং ব্যক্তিগত কর্মকর্তা আবু ইউসুফ (২৯)।
মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, ৫ মার্চ বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে এবং কমিশনার মো. মহসিন চৌধুরী, মো. আলী আকবর ও ফারজানা লালারুখের উপস্থিতিতে কমিশনের নির্ধারিত সভাকক্ষে সভা চলাকালে অভিযুক্তরা সহ কিছু কর্মকর্তা-কর্মচারী কমিশনের সভাকক্ষে জোরপূর্বক প্রবেশ করে এবং চেয়ারম্যান ও কমিশনারদের অবরুদ্ধ করে।
পরে পূর্ব পরিকল্পনা অনুযায়ী তারা কমিশনের মূল ফটকে তালা লাগিয়ে দেয়, সিসি ক্যামেরা, ওয়াই-ফাই এবং লিফট বন্ধ করে দেয় এবং বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে মারাত্মক অরাজকতা সৃষ্টি করে। এই পরিস্থিতির মধ্যে গুরুতর জখম করার চেষ্টা করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়ায় আশুগঞ্জ পাওয়ার স্টেশন
- ১১'শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন
- এক বহুজাতিকের ধাক্কায়ই কেঁপে উঠল শেয়ারবাজার
- ভারতে ঢাবির দুই ছাত্রীর ছবি নিয়ে তোলপাড়, ক্ষোভ
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- ঢাবির হলে ধূমপায়ীদের সিট না দেওয়ার ঘোষণা; প্রশংসায় ভাসছেন প্রভোস্ট
- স্টক ডিভিডেন্ড পেল ৩ কোম্পানির বিনিয়োগকারীরা
- ইপিএস প্রকাশ করার তারিখ জানাল ১৫ প্রতিষ্ঠান
- ডিএনসিসির শিক্ষাবৃত্তি পাবে ২ হাজার শিক্ষার্থী
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- শেয়ারবাজারে বড়দের দাপট, ছোটদের পিছুটান
- ২৬ জুলাই : শেয়ারবাজারের সেরা ৮ খবর
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৪ প্রতিষ্ঠান