ঢাকা, বুধবার, ৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

এবার ‘অল আউট অ্যাকশনে’ যাচ্ছে ডিবি

২০২৫ মার্চ ১১ ২১:১৪:০১
এবার ‘অল আউট অ্যাকশনে’ যাচ্ছে ডিবি

ডুয়া নিউজ : সম্প্রতি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চুরি, ছিনতাই, ডাকাতি, খুন, ধর্ষণসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম বৃদ্ধি পেয়েছে। এতে জনমণে আশঙ্কা ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। এমতাবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করলেও অপরাধ দমনে নতুন করে কঠোর অবস্থান নিচ্ছে অন্তর্বর্তী সরকার।

এবার নৈরাজ্য রুখতে মহানগরীর বিভিন্ন এলাকার চিহ্নিত সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ ও র‍্যাব। এবার ‘অল আউট অ্যাকশনে’ যাচ্ছে ডিবি।

এর আগে গত রবিবার (০৯ মার্চ) আইনশৃঙ্খলাবিষয়ক বৈঠক শেষে সরকারের কঠোর হওয়ার বার্তা দেওয়া হয়েছিল।

ওই ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছিলেন, “দেশে যেই ঘটনা এখন চলছে এর সঙ্গে জড়িতরা যে ধর্ম, মত বা পথের হোক না কেন কেউ ছাড় পাবে না। সরকার এতদিন বিষয়টি সহ্য করলেও আজ থেকে অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে।”

এদিকে অপরাধীদের গ্রেপ্তারে রাজধানীতে বিশেষ অভিযান চলছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, “এটি আরও বাড়ানো হবে। অপরাধীদের ধরতে আরও কঠোর হবে ডিএমপি।”

সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে র‍্যাব বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। রাজধানীসহ সারাদেশে র‍্যাবের ‘রোবাস্ট প্যাট্রল’ ও বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়েছে।

র‍্যাব জানিয়েছে, অপরাধ দমনে তারা সারাদেশে সক্রিয় রয়েছে।

এদিকে, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একাধিক টিমও অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ তৎপরতা চালিয়ে যাচ্ছে। চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ‘অল আউট অ্যাকশন’ নেওয়ার পরিকল্পনাও রয়েছে ডিবির।

অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক বলেন, “ডিবি বর্তমানে আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মহানগরীর বিভিন্ন এলাকার চিহ্নিত সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে ‘অল আউট অ্যাকশনে’ যাচ্ছে ডিবি। তা ছাড়া ছোট-বড় যেকোনো অপরাধ ও অপরাধীর ক্ষেত্রে ‘জিরো টলার‌্যান্স’ নীতি অবলম্বন করেছে ডিবি।”

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে