ঢাকা, বুধবার, ৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

মরা গরুর মাংস বিক্রি, ব্যবসায়ীকে জেল-জরিমানা

২০২৫ মার্চ ১১ ১৬:৫৩:০৮
মরা গরুর মাংস বিক্রি, ব্যবসায়ীকে জেল-জরিমানা

ডুয়া নিউজ : মরা গরুর মাংস বিক্রির দায়ে ভৈরবে কসাই খুরশিদকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডও দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (১১ মার্চ) শহরের গাছতলাঘাট এলাকার খুরশেদ মিয়ার কসাইয়ের মাংসের দোকানে ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, মরা গরুর মাংস বিক্রির অভিযোগে খুরশেদের দোকান ঘিরে বিক্ষোভ করে এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন সহকারী কমিশনার (ভূমি) রেদুয়ান আহমেদ রাফি। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে খুরশেদ নিজেই তার অপরাধ স্বীকার করেন। এরপর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক রেদুয়ান আহমেদ রাফি বলেন, “খুরশিদ নিজের দোষ স্বীকার করেছে। ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।”

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে