ঢাকা, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২
পুরস্কারের মঞ্চে রাখা হয়নি পিসিবির কাউকে, বিতর্কের মুখে যা বলল আইসিসি

ডুয়া ডেস্ক : এবারের চ্যাম্পিয়ন্ট ট্রফি নিয়ে প্রথম থেকেই চলে নানান বিতর্ক, শেষও হলো বিতর্ক দিয়ে। আর এসব বিতর্ক তৈরি করেছে ভারত। প্রথমে পাকিস্তানে খেলতে না যাওয়া নিয়ে বিতর্ক, আর ট্রফির আয়োজনে পাকিস্তানের কোনো প্রতিনিধি না রেখে আরেক বিতর্ক।
চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের একক আয়োজক ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে একমাত্র ভারতীয় দল পাকিস্তান সফর থেকে বিরত থাকে। ফলে তাদের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আয়োজন করা হয়। ভারত ফাইনালে উঠলে ফাইনাল ম্যাচটিও পাকিস্তানের পরিবর্তে দুবাইতে অনুষ্ঠিত হয়।
যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড, তাই পুরস্কার মঞ্চে কারা থাকবেন তা আইসিসির সঙ্গে পরামর্শ করে পিসিবির ঠিক করার কথা ছিল। তবে বাস্তবে পুরস্কার বিতরণী মঞ্চে পাকিস্তানের কোনো ক্রিকেট কর্তা উপস্থিত ছিলেন না। ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক সচিব ও বর্তমান আইসিসির চেয়ারম্যান জয় শাহের নেতৃত্বাধীন কমিটি পুরস্কার মঞ্চে পাকিস্তানের প্রতিনিধিদের রাখেনি।
এমনকি মঞ্চে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি রজার বিন্নী এবং সচিব দেবজিৎ শইকীয়া। কিন্তু পাকিস্তানের কোনো শীর্ষ কর্তার জায়গা হয়নি। মঞ্চের তিন প্রধান অতিথিই ছিলেন ভারতীয়, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক তারকা পেসার শোয়েব আখতার।
এরপরই শুরু হয় বিতর্ক। বিতর্কের মুখে আইসিসির এক মুখপাত্র বলেছেন, “পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি রবিবার দুবাইয়ে আসতে পারেননি। তাকে পাওয়া যায়নি। নিয়ম অনুযায়ী শুধু বোর্ড কর্তারাই পুরস্কার বিতরণী মঞ্চে থাকতে পারেন। পিসিবির অন্য কোনও কর্তাও ছিলেন না। পাকিস্তানই প্রতিযোগিতার মূল আয়োজক। পিসিবির পক্ষে কারও উপস্থিত থাকা উচিত ছিল।”
তবে আইসিসির ব্যাখ্যায় অসন্তুষ্ট পিসিবি। পিসিবির এক কর্তা সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, “নকভি পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী। আগে থেকেই তার অন্য সরকারি সূচি নির্ধারিত ছিল। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের জন্য দুবাইয়ে পিসিবির সিইওকে পাঠানো হয়েছিল। তাকে অবশ্যই মঞ্চে আমন্ত্রণ জানানো উচিত ছিল।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- লাভেলোর শেয়ার কারসাজি: তিন বিও অ্যাকাউন্টের লেনদেন স্থগিত
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড কার্যকারিতায় বিএসইসির নতুন উদ্যোগ
- শেয়ারবাজারে ইতিহাস গড়লেন ‘ছাগল-কাণ্ডের’ সেই মতিউর
- একাদশে ভর্তি: চতুর্থ ধাপে আবেদনের সুযোগ
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- শেয়ারবাজারে ধারাবাহিক মুনাফা চান? জেনে নিন ৫ মন্ত্র
- শেয়ারবাজারে হঠাৎ দরপতন, নেপথ্যে এনবিআরের চিঠি
- ডিভিডেন্ড বৃদ্ধির আলোচনায় জ্বালানি খাতের ১১ কোম্পানি
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- মালিকানায় পরিবর্তন আসছে ইয়াকিন পলিমারের
- এক শেয়ারের জোরেই সবুজে ফিরল শেয়ারবাজার
- ডিভিডেন্ড দোলাচলে তথ্যপ্রযুক্তির ৮ কোম্পানির বিনিয়োগকারীরা
- সোনালী পেপারের কারসাজিতে জেনেক্স ইনফোসিসের পরিচালকদের জরিমানা
- চার কোম্পানির আর্থিক অনিয়মের দায়ে নিষিদ্ধ হচ্ছে ৬ নিরীক্ষা প্রতিষ্ঠান